খেলা

১৫ মাস পর টেস্ট জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:০৮ পূর্বাহ্ন

টানা ছয় টেস্টে হারের পর অবশেষে জয়ের জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ।নাঈম হাসান ও তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে মিরপুর টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারাল টাইগাররা। ইনিংস ও ১০৬ রানে জিতে ব্যর্থতার বলয় ভাঙল মুমিনুল হকের দল। নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ২০১৮ সালের ডিসেম্বরে মিরপুরে ইনিংস ও ১৮৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল টাইগাররা। গত ১৫ মাসে ওটাই ছিল টেস্টে তাদের শেষ জয়।
মিরপুরে অনুষ্ঠিত একমাত্র টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৬৫ রানের জবাবে মুশফিকের ডাবল ও মুমিনুলের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৬০ রান তোলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ২৯৫ রানে পিছিয়ে থেকে গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। গতকালের ২ উইকেটে ৯ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে সফরকারীরা। চতুর্থ দিন মাত্র দুই সেশন টিকেছে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস। বল হাতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন তরুণ অফস্পিনার নাঈম হাসান। দুই ইনিংসে ৯ উইকেট নেন নাঈম। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটসহ ম্যাচে তাইজুল ইসলামের শিকার ৬ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ২৬৫/১০ ও ১৮৯/১০ (৫৭.৩ ওভারে)
বাংলাদেশ: ৫৬০/৬ ডিক্লে.
ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।

নাঈমের পাঁচে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
আইন্সলে এনডিলোভু ও টাইমাইসেন মারুমাকে ফিরিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পেলেন নাঈম হাসান।
৫১ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ১৮১ রান।

তামিমের দারুণ ক্যাচে ফিরলেন চাকাভা
তাইজুল ইসলামের বলে মিড অনে দাঁড়িয়ে থাকা তামিমের দুর্দান্ত ক্যাচে পরিণত হন রেজিস চাকাভা। ১৮ রানে সাজঘরে ফেরেন চাকাভা।

মুশফিকের দুর্দান্ত ক্যাচে ফিরলেন সিকান্দার রাজা
তাইজুল ইসলামের বলে মুশফিকুর রহীমের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা (৩৭ রান)। শর্ট বলে পুল করেছিলেন রাজা। মিডউইকেটে অনেকটা লাফিয়ে ক্যাচ ধরেন মুশফিক।

এগিয়ে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
চতুর্থ দিনের প্রথম সেশনেও অব্যাহত বাংলাদেশের দাপট। সফরকারী জিম্বাবুয়ের ৩ উইকেট তুলে নিয়ে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১১৪ রান। পিছিয়ে ১৮১ রানে।

রান আউটে ফিরলেন আরভিন
৪৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন অধিনায়ক ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজা। টাইগার অধিনায়ক মুমিনুল হকের থ্রোতে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আরভিন (৪৩ রান)। ভাঙে ৬০ রানের জুটি।

নাঈমের তৃতীয় শিকার হয়ে ফিরলেন টেলর
উইকেটে থিতু হওয়ার আগেই অভিজ্ঞ ব্রেন্ডন টেলরকে (১৭ রান) ফেরান নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে এটি তৃতীয় শিকার নাঈমের।

শুরুতেই কাসুজাকে ফেরালেন তাইজুল
চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাইজুল ইসলাম। একাদশতম ওভারে কেভিন কাসুজাকে (১০ রান) ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটের দেখা পান তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status