খেলা

পিএসজির রোমাঞ্চকর জয়ে নেইমারের লাল কার্ড

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

ফ্রেঞ্চ লীগ ওয়ানে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বোর্দোর ম্যাচে ৭ গোলের থ্রিলার উপভোগ করলেন দর্শকরা। জমজমাট ম্যাচে ৪-৩ গোলে নাটকীয় জয় পেয়েছে পিএসজি। তবে ম্যাচের শেষ মিনিটে নেইমারের লাল কার্ডে হতাশাও জুটেছে কোচ টমাস টুকেলের দলের। দুই ম্যাচ পর জয়ের দেখা পেলো পিএসজি। গত সপ্তাহে ফরাসি লীগে অ্যামিয়েঁর সঙ্গে ৪-৪ গোলে ড্রয়ের পর চ্যাম্পিয়ন্স লীগে (শেষ আটের প্রথম লেগ) বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ২-১ গোলে হার দেখে প্যারিস জায়ান্টরা।
প্যারিসে ম্যাচের ১৮তম মিনিটে দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড উই-জোয়ের গোলে এগিয়ে যায় বোর্দো। সাত মিনিট পর গোল নিয়ে সমতা ফেরান এডিনসন কাভানি। পিএসজির জার্সিতে এটি উরুগুইয়ান স্ট্রাইকার কাভানির ২০০তম গোল। ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে এগিয়ে থাকা পিএসজিকে লিড এনে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনহোস। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সে লিড। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সফরকারীদের সমতায় ফেরান পাবলো কাস্ত্রো।
৬৩ মিনিটে মার্কিনহোসের গোলে আবারো এগিয়ে যায় পিএসজি। ছয় মিনিট পর স্কোরলাইন ৪-২ করেন কিলিয়ান এমবাপ্পে। ৮৩তম মিনিটে ব্যবধান কমান রুবেন পার্ডো। ম্যাচের শেষ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো পিএসজি। ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট সংগ্রহ টমাস টুখেলের দলের। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক মার্শেই। ২৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে বোর্দোর অবস্থান ১২তম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status