খেলা

আশা বাড়লো ‘পেনাল্টি মাস্টার’ ম্যানইউর

স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লীগে বড় জয়ে পরবর্তী চ্যাম্পিয়ন্স লীগে খেলার সম্ভাবনা বাড়লো ম্যানচেস্টার ইউনাইটেডের। গত ডিসেম্বরে ওয়াটফোর্ডের কাছে হেরেছিল ম্যানইউ। রোববার রাতে তলানির দল ওয়াটফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে সে হারের যন্ত্রণাও ভুললো রেড ডেভিলরা। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে আলো ছড়িয়েছেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস। পেনাল্টিতে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুই গোল। ইউনাইটেডের দারুণ এ জয়ের ম্যাচে আলোচনায় পেনাল্টি। প্রিমিয়ার লীগ ইতিহাসের মাত্র দ্বিতীয় দল হিসেবে পরপর দুই মৌসুমে ১০ বা এর বেশি পেনাল্টি আদায় করে নেয় ম্যানইউ। এর আগে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমে দশটির বেশি পেনাল্টি পাওয়ার নজির ছিল ক্রিস্টাল প্যালেসের। এ জয়ে পরের মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার আশার আরো উজ্জ্বল করলো ওলে গানার সুলশারের দল। গত সপ্তাহে চেলসিকে হারানোর পর শীর্ষ চারের লড়াই জমিয়ে তোলে ম্যানচেস্টার ইউনাইটেড। তালিকার ১৯ নম্বরে থাকা ওয়াটফোর্ডকে হারিয়ে চারে থাকা চেলসির (৪৪) সঙ্গে ব্যবধান কমিয়ে আনলো রেড ডেভিলরা। ৪১ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ম্যানইউ।
ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল উপহার দেয়া ম্যানইউকে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪২ মিনিট। স্পটকিক থেকে রেড ডেভিলদের এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেস। জানুয়ারিতে ৪৭ মিলিয়ন পাউন্ডে স্পোর্টিং লিসবন থেকে ম্যানইউতে আসার পর প্রথম গোল পেলেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। বিরতির পর স্বাগতিকদের জালে বল পাঠিয়েছিলেন ট্রয় ডিনি। ক্রেইগ ডসনের হাতে বল লাগায় ভিএআর দেখে গোল বাতিল করে দেন রেফারি। ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি স্ট্রাইকার অঁতনি মার্শিয়াল। ২০১৭ সালের পর টানা তিন ম্যাচে গোল পেলেন তিনি। প্রতি আক্রমণ থেকে ৭৫ মিনিটে ব্যবধান আরো বাড়ান ম্যাসন গ্রিনউড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ১১তম গোল ১৮ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের। চলতি মৌসুমে (প্রিমিয়ার লীগ) টিনএজ তারকাদের মধ্যে সবচেয়ে বেশি গোল তারই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status