বাংলারজমিন

রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৮ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:৫৮ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘবদ্ধ ডাকাতদলের হেফাজতে থাকা ডাকাতি হওয়া মালামাল গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে এ মালামাল উদ্ধার করে পুলিশ। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান জানান, গত ১৬ই ফেব্রুয়ারি রাতে নুরুল ইসলাম নামে এক কুয়েত প্রবাসী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রাইভেটকারযোগে তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাওয়ার পথে রূপগঞ্জ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কালাদী এলাকায় পৌঁছালে ৮/১০ জনের একদল আন্তঃজেলা ডাকাতদল একটি পিকআপ ভ্যান দিয়ে প্রাইভেটকারটির গতিরোধ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা প্রবাসী নুরুল ইসলাম ও প্রাইভেটকারের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পিটিয়ে আহত করে। পরে ডাকাতরা নগদ টাকা, মোবাইলফোন, স্বর্ণালংকার, কাপড় ও ইলেকট্রনিক্স মালামালসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই প্রবাসী নুরুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এদিকে মামলার ভিত্তিতে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় রোববার রাতে গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন ঝাউপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে রনি খান, মাদারীপুরের রাজাইর থানাধীন শঙ্করদি এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে মেহেদী হাসান ও লক্ষ্মীপুরের রায়পুর থানাধীন পূর্ব বওড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে সিরাজুল ইসলাম ওরফে সুমন নামে তিন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যমতে  ময়মনসিংহ ও ঢাকার কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার অহিদ বয়াতীর ছেলে নাজমুল হোসেন, ইসমাইল হোসেনের ছেলে মুন্না, মালেকের ছেলে রাকিব, নোয়াখালীর সুধারাম থানাধীন নামানদি এলাকার সৈয়দ আহমেদের ছেলে মানিক মিয়া ও ঝালকাঠি সদর এলাকার বিল্লাল তালুকদারের ছেলে রেজাউল তালুকদার নামে আরো ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status