বাংলারজমিন

ওসমানীনগরে মতবিনিময়

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:৫৭ পূর্বাহ্ন

ওসমানীনগরে সাংবাদিকদের সঙ্গে রনধীর কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার গোয়ালাবাজার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রণধীর পাল কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও প্রবাসী ওসমানীনগর ও বালাগঞ্জ কল্যাণ ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে ও রণধীর পাল কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক চয়ন পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র-সহ সভাপতি আবদাল মিয়া, ট্রাস্টের কো-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, উপজেলা প্রেস ক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, সহ-সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল উপজেলা যুবলীগ নেতা মইন উদ্দিন মোহন, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ। মতবিনিময় সভায় রনধীর পাল কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রবিন পাল সাংবাদিকদের জানান, আগামী পহেলা মার্চ তার প্রয়াত পিতা শিক্ষক  রনধীর পালের নামে উপজেলার তাজপুর ইউনিয়নের গ্রাম তাজপুরে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি রণধীর পাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর আনুষ্ঠানিকভাবে স্থাপন করবেন।
এছাড়া গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হবে। স্থাপিত বিদ্যালয়টি সম্পূর্ণ ব্যয়ভার ট্রাস্টের পক্ষ থেকে বহন করা হবে। নাম মাত্র ফি নিয়ে মান সম্পন্ন পাঠদান করানো হবে। গরীব ও মেধাবী ছাত্র ছাত্রীদের  বিনা বেতনে পড়ালেখার সুযোগ দেয়া হবে। প্রতি বছর ট্রাস্টের পক্ষ থেকে গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীকে বৃত্তি প্রদান, বিধবাদের এবং প্রতিবন্ধীদের মধ্যে অনুদান প্রদান করা হবে। ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের ভর্তির মাধ্যমে রনধীর পাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হবে। ট্রাস্টের সকল জনকল্যাণ মূলক কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ট্রাস্টের চেয়ারম্যান রবিন পাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status