এক্সক্লুসিভ

সাভারে হিজড়া খুন

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৮:০৯ পূর্বাহ্ন

নিজেদের দ্বন্দ্বের জের ধরে তৃতীয় লিঙ্গের এক হিজড়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে অন্য হিজড়ারা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সাভার পৌর এলাকার রেডিওকলোনি মহল্লার হাফিজুর রহমানের টিনশেড বাড়ির একটি কক্ষে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে গতকাল সকালে সাভার মডেল থানা পুলিশ নিহত আপন হিজড়ার মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হিজড়া লতিফ মোল্লা ওরফে আপন (৩০) রাজবাড়ী জেলার পাংশা থানার নিবা এনায়েতপুর গ্রামের কাদের মোল্লার সন্তান। অন্যদিকে, আটক ব্যক্তিরা হলো- নেত্রকোনা জেলার আটপাড়া থানার মোবারকপুর গ্রামের নইমুউদ্দিন মিয়ার ছেলে মো. আলী হায়দার মিয়া (২৪) এবং একই থানার বিজয়পুর পূর্ব হাটি গ্রামের সোনা মিয়ার সন্তান হিজড়া সদস্য মাহিশা (২৫)। পুলিশ জানায়, ভোররাতে বাড়ির মালিক চিৎকার শুনে আপন হিজড়ার ঘরের কাছে ছুটে যান। এ সময় তার সন্দেহ হলে বাইরে থেকে ঘর তালাবদ্ধ করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধারসহ দুই জনকে আটক করেন। আটক আলী হায়দার মিয়া ও মাহিশা গত ৩ দিন আগে গ্রামের বাড়ি থেকে আপন হিজড়ার কাছে আসে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ খান জানান, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলী হায়দার মিয়া ও হিজড়া মাহিশার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল।
এনিয়ে তাদের মধ্যে বনিবনা না হওয়াই নিজেরাই অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পরেন এবং হিজড়া সদস্য লতিফ মোল্লা (আপন) কে গলায় উড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই এবিষয়ে নিশ্চিত হওয়া যাবে কি ভারে তার মৃত্যু হয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status