বিনোদন

শহীদ আসাদকে নিয়ে মনির চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৭:২৭ পূর্বাহ্ন

প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কাজী জহিরের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে ‘অবুঝ মন’, ‘ময়নামতি’, ‘নয়নতারা’, ‘মধুমিলন’সহ বেশকিছু ছবিতে কাজ করেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসান উল্লাহ মনি। এরপর আশির দশকে রাজমনি-রাজিয়া সিনেমা হল প্রতিষ্ঠার পাশাপাশি রাজমনি ফিল্ম প্রোডাকশনের ব্যানারে বেশকিছু সিনেমা নির্মাণ করেন তিনি। এবার এ নির্মাতা নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ১৯৬৯ সালে ১১ দফা দাবি আদায়ের গণ আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান আসাদকে নিয়ে তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। আহসান উল্লাহ মনি বলেন, আমার পরিচালনায় ও রাজমনি ফিল্ম প্রোডাকশনের ব্যানারে বেশকিছু সিনেমা দর্শকরা দেখেছেন। এরমধ্যে ‘ভালোবাসার তাজমহল’ ছবিটি দর্শকরা বেশ উপভোগ করেন। তবে ‘বাল্যবিবাহ’,
‘ক্ষুদিরামের ফাঁসি’ নামে দু’টি সিনেমা সেন্সরবোর্ডে কোনো কারণ ছাড়াই অনেকদিন ধরে আটকে আছে। এ বিষয়ে সে সময় দায়িত্বে থাকা তথ্যসচিব আবদুল মালেক ও সেন্সরবোর্ডে থাকা চিত্রনায়িকা কবরীর সঙ্গে কথাও বলেছিলাম। তবে সিনেমাগুলো নিয়ে অযৌক্তিক কিছু যুক্তি দেখানো হয়েছে। তাই ছবি দু’টি আলোর মুখ দেখছে না। বর্তমানে গণ আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া ছাত্রনেতা আমানুল্লাহ আসাদুজ্জামান আসাদকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। সোনারগাঁওয়ে আমার রাজমনি ফিল্ম সিটি স্টুডিওতে এর শুটিং শিগগিরই শুরু করবো। থিয়েটার করা নতুন একটি ছেলে শহীদ আসাদের চরিত্রটায় অভিনয় করবে। কলাকুশলীর নাম শিগগিরই জানিয়ে দিবো। এদিকে, সেন্সরবোর্ডে নির্মাতা আহসান উল্লাহ মনির পরিচালনায় দু’টি সিনেমা আটকে থাকার কারণে এখন থেকে সব কাজ রাজমনি ফিল্ম প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে তিনি প্রকাশ করবেন বলে জানান। এছাড়া সেন্সরবোর্ডের প্রতি অনেকটা অভিমান করেই তিনি তার রাজমনি-রাজিয়া নামের দু’টি সিনেমা হল বন্ধ করে দিয়েছেন বলেও উল্লেখ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status