বাংলারজমিন

জৈন্তাপুরে ডাকাতির ঘটনায় ৬ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:২১ পূর্বাহ্ন

 সিলেটের জৈন্তাপুরে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় নতুন করে আরেক ডাকাত আটক করেছে পুলিশ। এ সময় দুটি মোবাইল সেট উদ্ধার করেছে। এ নিয়ে ওই ডাকাতির ঘটনায় মোট ৬ জন ডাকাত আটক করলো পুলিশ। ২০শে ফেব্রুয়ারি রাতে ১৫-১৬ জনের একটি মুখোশধারী ডাকাতদল উপজেলার নিজপাট ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপ্রসাদ গ্রামের ডাক্তার সিদ্দিক মিয়ার বাড়ির ভিতরে প্রবেশ করে ডাকাতরা। এ সময় তারা অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ ১ লাখ ৮১ হাজার ৫শ’ টাকা এবং ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, ৮টি মোবাইল সেট লুণ্ঠন করিয়া নিয়া যায়। ঘটনার পর পুলিশ ২৩শে ফেব্রুয়ারি ভোর রাতে উপজেলার রুপচেং গ্রামের কেরামত আলী উরফে বোদাই মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ইউনিয়নের বাদশাগঞ্জ গ্রামের মৃত আলম বেগের ছেলে আলকাস বেগকে আটক করা হয়। ডাকত সদস্যের নিকট হতে লুণ্ঠিত দুটি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ। এরপর ২৪ ঘণ্টার মধ্যে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে রুপচেং গ্রামের ডাকাতির ঘটনার ধৃত আসামি আব্দুল হাকিম কিবরিয়ার বসতঘর হতে তাৎক্ষণিকভাবে ৫ ডাকাতকে আটক করা হয়। আটকরা হলো- ব্রাহ্মণবাড়ীয়া জেলার ব্রাহ্মণবাড়ীয়া সদর থানার চাঁনপুর (পাগাচং) গ্রামের মোহাম্মদ আলী প্রকাশ জজ মিয়া প্রকাশ আইনুল হকের ছেলে আব্দুল হাকিম কিবরিয়া, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার স্বজনশ্রী গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে ফজলু মিয়া, জৈন্তাপুর উপজেলার রুপচেং গ্রামের মৃত সামছুল হকের ছেলে মো. রাসেল, একই গ্রামের ফজলুল হকের ছেলে আমিনুল ইসলাম, একই গ্রামের রুস্তম আলীর ছেলে মো. মোশারফ আটক করা হয়। আটককৃত ডাকাত সদস্যদের কাছ থেকে লুণ্ঠিত টাকার ২০ হাজার এবং দেশীয় লোহার তৈরি ২ রাউন্ড গুলিসহ ২টি ওয়ান শুটার পাইপগান এবং ১টি সেম্ফনী ভি-১৫৫ এবং ১টি অপো-এ৩এস উদ্ধার করা হয়। ওসি শ্যামল বণিক জানান, ডাকাতির ঘটনার পর তাৎক্ষণিকভাবে ১১ ঘণ্টার মধ্যে ২টি অস্ত্রসহ ৫ ডাকাত সদস্য আটক করি। অপর আসামিদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আলকাস বেগকে আটক করতে সক্ষম হই। গতকাল দুপুরে আটক ডাকাত সদস্যকে আদালতে প্রেরণ করি। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে আমার ২টি স্পেশাল টিম অভিযান অব্যাহত রেখেছে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status