বাংলারজমিন

রাজারহাটে অপহৃত মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:২০ পূর্বাহ্ন

কুড়িগ্রামের রাজারহাটে অপহরণের এক মাস অতিবাহিত হলেও ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীকে উদ্ধার করতে না পারায় মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতেখাঁ কারামতিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. গোলাম রব্বানী, সহকারী শিক্ষক  মো. মাহফুজার রহমানসহ এলাকাবাসী ও মাদ্রাসার বিভিন্ন শ্রেণির  কয়েকশ’ শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন- গত ১৫ই জানুয়ারি বুধবার সন্ধ্যায় নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তুলে নিয়ে যায় স্থানীয় মো. আব্দুল আজিজ (৪৮)-এর পুত্র মো. রাশেদুল ইসলাম ওরফে বাবু (২৫)সহ বেশ কয়েকজন। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মো. আবুল কালাম রাজারহাট থানায় মো. রাশেদুল ইসলাম ওরফে বাবুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এখনো ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে ওই ছাত্রীকে উদ্ধার করে অপহরণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। ওই ছাত্রীর বাবা মানববন্ধন অনুষ্ঠানে বলেন, আমার মেয়ে মোসা: রত্না খাতুন (১৫) মাদ্রাসা যাওয়া-আসার পথে মো. রাশেদুল ইসলাম ওরফে বাবু (২৫) বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো এবং প্রায় সময়ই উত্ত্যক্ত করতো। এ বিষয়টি আমার মেয়ে আমাকে ও আমার পরিবারকে অবগত করলে রাশেদুল ইসলাম বাবু (২৫) ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত ২/৩ জনসহ মোটরসাইকেলযোগে অপহরণ করে আমার মেয়েকে নিয়ে যায়। বর্তমানে আমি ও আমার পরিবার  মেয়েকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছি। তাই আমার মেয়েকে উদ্ধার করে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে জোর অভিযান চলছে। যেকোনো সময় অপহরণকারীদেরকে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-০৮, তাং-১৪-০২-২০২০ ইং।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status