অনলাইন

কিশোর স্বাধীন হত্যা মামলায় ৪ জন খালাস

স্টাফ রিপোর্টার

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৫:১৯ পূর্বাহ্ন

কিশোর শাহজামাল স্বাধীন হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির মধ্যে এক জনকে যাবজ্জীবন দিয়ে বাকি চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। মোবাইল ফোন নিয়ে বাকবিতন্ডার জেরে প্রায় ১০ বছর আগে জামালপুরে শাহজামালকে হত্যা করা হয়। আজ রোববার বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। আসামিদের আপিল, জেল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি করে এই রায় দেয়া হয়।
ফাঁসির পরিবর্তে যাবজ্জীবনদণ্ড প্রাপ্ত আসামি হচ্ছে, জামালপুর সদরের কম্পপুর গ্রামের ফজলে রাব্বী শিশির। হাই কোর্টের খালাস পেয়েছেন জামালপুরের লিচুতলার সাদ্দাম, শেখের ভিটা এলাকার জাকির হোসেন, পিলখানা এলাকার মিরান ও সকাল বাজারের সেতু। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ সাংবাদিকদের বলেন, বয়স বিবেচনায় ফজলে রাব্বি শিশিরকে মৃত্যুদন্ডের বদলে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। নি¤œ আদালতে আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারার পরিবর্তে ৩২৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। পরে অভিযোগ সংশোধন করে ৩০২ ধারায় আনা হয়। কিন্তু আসামিদেও সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। চার্জ গঠনে ৩০২ ধারার প্রতিফলন ঘটেনি। এসব বিষয় বিবেচনা করে হাই কোর্ট এ রায় দিয়েছেন বলে জানান মো. বশির উল্লাহ।
জামালপুর সদরের সকাল বাজার এলাকায় ২০১০ সালের ২৩শে মার্চ রাতে রশিদপুর কওমি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র শাহজামাল স্বাধীনকে হত্যা করা হয়। জানা গেছে, শাহজামালের একটি মোবাইল ফোন তার বন্ধু সাদ্দাম নিয়ে যায় এবং ফেরত দিতে অস্বীকার করে। এ নিয়ে বাকবিতন্ডার জের ধরে ওই পাঁচ কিশোর শাহজামালকে ডেকে নিয়ে হত্যা করে। এ ঘটনায় শাহজামালের বাবা সাইফুল ইসলাম বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status