খেলা

চার ম্যাচ গোলহীন থাকা মেসির এক ম্যাচেই ৪ গোল!

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১০:৩৩ পূর্বাহ্ন

টানা ৪ ম্যাচ গোল পাননি লা লিগায়। ভক্তরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল লিওনেল মেসিকে নিয়ে। তাদের মনে স্বস্তি ফেরালেন বাঁ পায়ের জাদুকর। আজ (শনিবার) ন্যু ক্যাম্পে এইবারের বিপক্ষে নেমে ৪০ মিনিটেই তুলে নিয়েছেন হ্যাটট্রিক। এরপর ৮৭তম মিনিটে আরো একটি! ৮৯তম মিনিটে আর্তুর মেলোর গোলে বার্সেলোনা জিতলো ৫-০ ব্যবধানে।

এ জয়ে রিয়াল মাদ্রিদকে টপকে শীর্ষে উঠলো বার্সা। ২৫ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। 

৩৯৮ মিনিট গোলশূন্য কাটানো মেসি ১৪তম মিনিটে ইভান রাকিতিচের অ্যাসিস্টে করেন গোলের সূচনা। ৩৭তম মিনিটে আর্তুরো ভিদালের সহায়তায় পান দ্বিতীয় গোলের দেখা। তিন মিনিট পর পূর্ণ করেন হ্যাটট্রিক।

চলতি মৌসুমে লা লিগায় এটি মেসির তৃতীয় হ্যাটট্রিক। এর আগে ১৩তম রাউন্ডে সেল্টা ভিগো ও ১৬তম রাউন্ডে রিয়াল মায়োর্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি।

৪ গোলের সুবাদে লা লিগায় ২০ ম্যাচে ১৮ গোল হলো মেসির। সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে তিনি। ১৩ গোল নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। অ্যাসিস্টেও সবার চেয়ে এগিয়ে মেসি। ১২টি অ্যাসিস্ট করেছেন তিনি।

এ নিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো এক ম্যাচে ৪ গোলের কৃতিত্ব দেখালেন মেসি। এক ম্যাচে ৫ গোলের রেকর্ডও আছে মেসির। যেটি ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লীগে বায়ার  লেভারকুসেনের বিপক্ষে করেছিলেন মেসি।

এক ম্যাচে মেসির চার অথবা ততোধিক গোল

১. ৬ই এপ্রিল ২০১০, চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আর্সেনালের বিপক্ষে। ম্যাচে ৪-১ ব্যবধানে জেতে বার্সেলোনা।

২.  ২০১২’র ফেব্রুয়ারিতে লা লিগায় ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ৫-১ গোলে জিতেছিল বার্সা।

৩. একই বছর লা লিগায় কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে। স্কোরলাইন বার্সা ৪-০ এস্পানিওল।

৪.  ২০১৩’র জানুয়ারিতে লা লিগায় ওসাসুনার বিপক্ষে।

৫. ২০১৭ তে লা লিগায় এইবারের বিপক্ষে।

৬. ২০২০ সালে লা লিগায় এইবারের বিপক্ষে। 

৭. ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লীগে লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল।  
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status