বাংলারজমিন

পুঠিয়ায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৯:০২ পূর্বাহ্ন

রাজশাহীর পুঠিয়ার গণ্ডগোহালী থেকে ঝলমলিয়া বাজার পর্যন্ত ২৫৫০ মিটার এলজিইডি’র পুনর্নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এই কাজে সিডিউল মোতাবেক এজিংএ ১নং ইট ব্যবহার ও ২ ইঞ্চি থিতনেস ভালোমানের খোয়া ব্যবহার করার নিয়ম থাকলেও নিম্নমানের ইট ব্যবহার ও  থিকনেসে নাম মাত্র খোয়া ব্যবহার করার অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকৌশলীর অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার গণ্ডগোহালী থেকে ঝলমলিয়া বাজার পর্যন্ত ২৫৫০ মিটার এলজিইডি’র পুনর্নির্মাণ কাজে ৭৫ লাখ ৯৪ হাজার ৪৫১ টাকায় টেন্ডার প্রাপ্ত হয়ে রাজশাহী নওহাটার শিহাব এন্টারপ্রাইজ কাজ করছে। এই পুনর্নির্মাণ কাজে প্রথমে হালচাষ, এরপর রুলিং পুরাতন কাজের উপর তারপর ২ ইঞ্চি থিকনেস ভালোমানের খোয়া এবং ২৫ মিলিমিটার কাজ করার কথা রয়েছে। কানাইপাড়া এলাকার নাম না প্রকাশের শর্তে কয়েকজন জানান, রাস্তা ভাঙার পর ডালিতে করে নামমাত্র নিম্নমানের খোয়া ছিটিয়ে দিয়েছে। ঠিকাদার ইচ্ছামতো কাজ করছে। এরমধ্যে ইঞ্জিনিয়ার এসে ঠিকাদারকে অনেক বকাবকি করতে দেখেছি। তবে রাস্তার দুই ধারে এজিং-এ নতুন ও ১নং ইটের খোয়া ব্যবহার করার কথা থাকলেও তারা পুরাতন ইট ব্যবহার করেছে বলে জানান। সাব-ঠিকাদার আপেল আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ভালো কাজ করছি। তবে আপনার সঙ্গে দেখা করবো ভাই। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান জানান, আমার জানামতে সেই রাস্তার ভালো কাজ হচ্ছে। আর যদি কোথাও খারাপ কাজ করে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status