দেশ বিদেশ

দেশে দেশে একুশ উদ্‌যাপন

কূটনৈতিক রিপোর্টার

২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৯:০২ পূর্বাহ্ন

দুনিয়ার দেশে দেশে নানা আয়োজনে মহান একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে। বাংলাদেশ মিশন রয়েছে এমন দেশগুলোতে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়েছে। জাতিসংঘ সদরদপ্তর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সৌদি আরব, চীন, জাপান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে বর্ণিল সব আয়োজনে কেবল একুশের তাৎপর্যই নয়, দেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐহিত্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন বাংলাদেশি কূটনীতিকরা। শুক্রবারের এসব আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততাও ছিল। মিশন সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর স্বাধীনতা স্কয়ারে অনুষ্ঠিত একুশের আয়োজনে উপস্থিত ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তার উপস্থিতির কারণে অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পেয়েছিল। তবে যে বিষয়টি আয়োজক এবং অতিথিদের জন্য বাড়তি উপভোগ্য তা হলো- শিশু-কিশোরদের সঙ্গে রাজাপাকসের ছবি আঁকার চেষ্টা! কলম্বোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ মানবজমিনকে জানিয়েছেন- বাংলাদেশ মিশন ও শ্রীলঙ্কা সরকার যৌথভাবে অনুষ্ঠানটির করে। শিশু-শিক্ষার্থীদের ছবি আঁকা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন ছিল সেখানে। প্রধানমন্ত্রী রাজাপাকসে অনুষ্ঠানে পুরোটা সময় ছিলেন। তিনি ৩৯ জন প্রতিযোগীর মধ্যে প্রায় এক লাখ রুপির পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের সমাপনীতে একটি আন্তর্জাতিক সংগীতগোষ্ঠী অমর একুশের গানটি পরিবেশন করে; যা সবাইকে মুগ্ধ করে।
বাংলায় কবিতা আবৃত্তি করে ‘চমক’ দিলেন মার্কিন কূটনীতিক ড্যানিয়েল: যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তরুণ মার্কিন কূটনীতিক ড্যানিয়েল বাকম্যান বাংলায় কবিতা আবৃত্তি করে উপস্থিত সবাইকে চমকে দেন। বাংলাদেশি কূটনীতিক উপ-রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ-র লেখা একুশের কবিতা ‘একুশ আমার’ আবৃত্তি করেন তিনি।
লন্ডনে একুশের অমর গানের রচয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান: এদিকে বাংলাদেশ হাই কমিশন লন্ডন একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীকে মুজিববর্ষ বিশেষ সম্মাননা প্রদান করেছে। ২০শে ফেব্রুয়ারি ওই সম্মাননা দেয়া হয়। মিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী জানিয়েছেন- বাংলাদেশে অমর একুশের সূচনা লগ্নে ফুলেল শুভেচ্ছাসহ গাফফার চৌধুরীর হাতে এই বিশেষ সম্মাননার ক্রেস্ট তুলে দেন বৃটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। একই সঙ্গে একুশের প্রথম প্রহরে (ঢাকার সময় রাত ১২টায়) লন্ডন মিশনে হাইকমিশনার, বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মিশনের কর্মকর্তারাও আবদুল গাফফার চৌধুরীর পাশে দাঁড়িয়ে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো‘ গানটিতে কন্ঠ মিলিয়ে জাতির পিতা ও অমর একুশের মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ হাই কমিশন লন্ডনের এই আয়োজন ছিল অভূতপূর্ব ও ব্যতিক্রমধর্মী। সম্মাননা দেয়ার পর আবদুল গাফফার চৌধুরী আবেগ আপ্লুত কন্ঠে এ ধরনের আয়োজনের জন্য হাইকমিশনার সাইদা মুনা তাসনীমসহ লন্ডন মিশনের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, শ্রদ্ধেয় আবদুল গাফফার চৌধুরী শুধু বাঙালি জাতির নয়, বিশ্বের সব বাংলা ভাষাভাষীর গর্ব। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের তিনি বাতিঘর। বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাংলা সাংবাদিকতায়, সাহিত্যে এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সুচিন্তিত ও গবেষণামূলক লেখায় তাঁর অবদান অপরিসীম। অনুষ্ঠানে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির প্রতিনিধি সুলতান মাহমুদ শরীফসহ আবদুল গাফফার চৌধুরীর ঘনিষ্ট ব্যক্তিত্বরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
বিভিন্ন মিশনে একুশ পালন: এদিকে সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারি দূতাবাস চত্বরে পতাকা অর্ধনমিত করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় রিয়াদের বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকগণ, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার উদ্যোগে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভিন দেশি কূটনীতিক, অস্ট্রেলিয়ার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন।
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদায় মহান শহিদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ইকেবুকুরো নিশিগুচি পার্কে অবস্থিত শহিদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। তোশিমা সিটির ভাইস মেয়র মাসাতো সাইতো এবং দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চার্জ দ্য এফেয়্যারস ড. শাহিদা আকতার পুস্পস্তবক অর্পণ করেন।
জাতিসংঘ সদর দপ্তরে একুশ পালন, ভাষার শক্তিতে সংঘাত, অহিষ্ণুতা ও সামাজিক উদ্বেগ মোকাবিলা করার আহ্বান: এদিকে চতুর্থ বারের মতো জাতিসংঘ সদরদপ্তরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আবহে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিতে ভাষার শক্তিকে কাজে লাগিয়ে সংঘাত, অহিষ্ণুতা ও সামাজিক উদ্বেগ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধিরা। বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ক্যামেরুন, মেক্সিকো, ত্রিনিদাদ ও টোবাকো মিশন এবং জাতিসংঘ সচিবালয় ও ইউনেস্কো নিউইয়র্ক অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করে। যার সার্বিক তত্বাবধানে ছিল বাংলাদেশ স্থায়ী মিশন। অনুষ্ঠানের সূচনা বক্তৃতা করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। আলোচনা পর্বে অংশ নেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি তিজানি মোহাম্মাদ বান্দে, ত্রিনিদাদ ও টোবাকোর স্থায়ী প্রতিনিধি পেনিলোপি আলথিয়া বেকলেস, অস্ট্রেলিয়ার চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স টিগান ব্রিঙ্ক, ক্যামেরুনের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স জাকাইরি সারজে রাউল নাইয়ানিদ, মেক্সিকোর চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স হুয়ান স্যানডোভাল মেনডিওলিয়া, জাতিসংঘ মহাসচিবের পক্ষে জাতিসংঘের বৈশ্বিক যোগাযোগ বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল মেলিচ্ছা ফ্লেমিং, জাতিসংঘের সাধারণ পরিষদ ও কনফারেন্স ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল এর পক্ষে পরিচালক সিসিলিয়া এলিজালদে।
প্যারিসের আয়োজন: ওদিকে বাংলাদেশ দূতাবাস, প্যারিস যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে শুরু হওয়া মিশনের দিনব্যাপী আয়োজনে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী- প্রতিমন্ত্রী ছাড়াও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের তত্ত্বাবাধানে ছিলেন ফ্রান্স ও ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
পাকিস্তানে শহীদ দিবস পালন: এদিকে যথাযথ মর্যাদাও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হয়েছে। সকালেচান্সারি প্রাঙ্গনে হাইকমিশনের সকল কর্মকর্তা, কর্মচারি ও ইসলামাবাদে বসবাসকারী বাংলাদেশি নাগরিকগণ কালো ব্যাজ ধারণ করেন। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান। দিবসটি উপলক্ষে চান্সারি প্রাঙ্গণ বাংলা বর্ণমালা ও ভাষা দিবসের পোস্টারে সাজানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status