খেলা

ভারতকে হারিয়ে শুরুটা রাঙাতে চান নিগাররা

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ১২:১৪ অপরাহ্ন

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আর শক্তিধর ভারতকে হারিয়ে শুরুটা রাঙাতে চান টাইগ্রেস তারকা নিগার সুলতানা। এতে নিগারদের আত্মবিশ্বাস জোগাচ্ছে প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে জয়টি। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক নিগার সুলতানার। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য এই উইকেটেকিপার। ৪৮ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে বিশ্বমঞ্চে লড়তে প্রস্তুত হচ্ছেন তিনি। অস্ট্রেলিয়াকে হারিয়ে শুভ সূচনা করা ভারতের বিপক্ষেই বাংলাদেশ খেলবে প্রথম ম্যাচ। পার্থে ২৪শে ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি। ওই ম্যাচে চোখ রেখেই শুক্রবার স্থানীয় সময় বিকালে ব্রিসবেন থেকে পার্থের উদ্দেশে যাত্রা করে সালমা খাতুনরা। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর স্বপ্ন নিগারের। দুদিন আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পায় সালমারা। ব্রিসবেন থেকে বার্তা সংস্থা বাংলা ট্রিবিউনকে দেয়া সাক্ষাৎকারে নিগার সুলতানা বলেন, ‘মনে হচ্ছে ভালোই প্রস্তুতি হয়েছে। প্রস্তুতি ম্যাচ একটিই খেলতে পেরেছি, অন্তত ওই ম্যাচের ফল তো সেটাই জানান দিচ্ছে। জয় নিয়ে যেহেতু মূল মঞ্চে খেলতে যাচ্ছি, আমাদের সবার আত্মবিশ্বাস ভালো। এই আত্মবিশ্বাসই হয়তো ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ভালো খেলতে সাহায্য করবে।

গ্রুপে বাংলাদেশ দল চার ম্যাচ খেলবে পৃথক  তিন ভেন্যুতে। এ নিয়ে নিগার বলেন,  ‘উইকেটগুলো আসলেই কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা ব্রিসবেনে অনেক সময় কাটিয়েছি। পার্থের উইকেট কিছুটা ভিন্নও হতে পারে। তারপরও যতদূর জানি ঐতিহ্যগতভাবেই অস্ট্রেলিয়ার উইকেট সবই কাছকাছি রকমের। ফলে উইকেট নিয়ে আমরা খুব একটা ভাবছি না। ভারতের বিপক্ষে ম্যাচের আগে পার্থে দুদিন অনুশীলন করার সুযোগ। ফলে উইকেট সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এছাড়া এই ভেন্যুতে হওয়া ম্যাচগুলোর ভিডিও ফুটেজ দেখে আমরা ধারণা নিচ্ছি।’ বিশ্বকাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিধর তিন দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত।  তাদের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ কতদূর যাওয়ার স্বপ্ন দেখছে? নিগার বলেন,  আমরা দূরের চিন্তা এখনই করছি না। আমাদের প্রথম লক্ষ্য ভারতকে হারানো। ভারতের বিপক্ষে আমরা খেলেছি। তাদের শক্তি-দুর্বলতার জায়গা সম্পর্কে জানি। অবশ্যই আমরা অন্তত দুটো ম্যাচ জিততে চাই। আশা করি প্রত্যাশামতো পারফর্ম করতে পারবো। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওরা (ভারত) হয়তো ভালো অবস্থায় আছে। কিন্তু টি-টোয়েন্টি বলে-কয়ে জেতা যায় না। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলবে তারাই কিন্তু ম্যাচ জিতবে।’ বড় মঞ্চে ভারতকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সবশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা কুড়ায় বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status