দেশ বিদেশ

সিলেটে জামান বলয়ের র‌্যালিতে পুলিশের বাধা মেয়রের নেতৃত্বে মিছিল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ ফেব্রুয়ারি ২০২০, শনিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

সিলেটের বিএনপি নেতা জামান বলয়ের একুশের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। হাজারো নেতাকর্মী প্লেকার্ড ও জাতীয় পতাকা নিয়ে র‌্যালি করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়নি। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের তর্কাতর্কির ঘটনা ঘটে। পরে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এসে নিজেই নেতৃত্ব দিয়ে ব্যানার ছাড়া র‌্যালি বের করেন। বিএনপি নেতারা জানিয়েছেন, ভাষার মাসের কর্মসূচিতে পুলিশের বাধা কাম্য নয়। পুলিশের বাধার কারণে নেতাকর্মীরাও ভয়ে কর্মসূচি পালন না করে ফিরে যান। সিলেটের আলোচিত বিএনপি নেতা এডভোকেট সামসুজ্জামান। তিনি বিএনপি’র কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক। সিলেট বিএনপিতে জামান বলয় বেশ পরিচিত। প্রায় দুই দশক ধরে সিলেট বিএনপি’র রাজনীতিতে এই বলয় ‘ফ্যাক্টর’ হিসেবে পরিচিত। মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিলেটে জামান বলয়ের নেতারা দুই দিনের কর্মসূচি পালন করেন। এর মধ্যে গত বৃহস্পতিবার তারা আলোচনা সভা করেন। আর গতকাল বাদ জুম্মা ছিলো একুশের র‌্যালি। এ জন্য দুপুর থেকেই নগরীর মীরাবাজার এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সেখানে অবস্থান নেয় পুলিশ। বেলা ২ টার দিকে সেখানে যান কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া। নেতাকর্মীরা এ সময় সংক্ষিপ্ত পথসভা করতে চাইলে পুলিশ বাধা দেয়। তারা মাইক ব্যবহার করতে দেয়নি। পরে ব্যানার নিয়ে র‌্যালি বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের তর্কতর্কির ঘটনা ঘটে। পুুলিশের বাধার কারণে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত র‌্যালি বের করতে পারেননি নেতারা। খবর পেয়ে সেখানে যান সিলেটের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী ও কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক। পরে তাদের নেতৃত্বে ব্যানার ও মাইক ছাড়া বিএনপি’র নেতাকর্মীরা র‌্যালি করেন। এ সময় বিএনপি’র কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক জানিয়েছেন, পুলিশ ভাষার কর্মসূচিতে বাধা দিয়ে তারা প্রমাণ করতে চেয়েছে তারা গণতন্ত্র মানে না। উপরে নির্দেশ রয়েছে বলে পুলিশ আমাদের বাধা দিয়েছে। পরে অবশ্য ব্যানার ছাড়া র‌্যালি করা হয়েছে। এতেও হাজারো নেতাকর্মীর উপস্থিতি ছিলো। এদিকে, সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। দেশকে সমৃদ্ধশালী, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই হোক মাতৃভাষা দিবসের শপথ। তিনি, ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের ওপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দিদের মুক্তির জোর দাবি জানান। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও সিলেট মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি আবদুল মান্নান, সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ মাসুম, জেলা বিএনপি নেতা তাজ উদ্দিন লস্কর, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শফিকুর রহমান টুটুল, জেলা বিএনপি নেতা এমরান আহমদ চেয়ারম্যান প্রমুখ। সমাবেশের পর সিলেট নগরীর মিরাবাজার থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। র‌্যালিতে জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status