খেলা

ভাষা শহীদদের প্রতি সাকিব-মুশফিকদের শ্রদ্ধা

স্পোর্টস রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ২:২২ পূর্বাহ্ন

আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় না পেয়ে মায়ের ভাষার জন্য বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউলরা। জাতি আজ সেই অমর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। ব্যতিক্রম নয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষা আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-তামিম ইকবালরা।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ভেরিফাইড ফেসবুক পেজে ভাষা শহীদদের স্মরণে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রত্যেক জীবিত ও শহীদ ভাষাসৈনিকদের। তাদের জন্যই আজ মনের ভাব প্রকাশ করতে পারছি মায়ের ভাষায়। মায়ের ভাষা আর ভালোবাসায় জড়িয়ে থাকুক বাংলাদেশের প্রত্যেকটি মানুষ।’
উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম নিজেকে গর্বিত বাঙালি মনে করেন, ‘আমি বাংলায় কথা বলি...আমি একজন গর্বিত বাঙালি। মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি অতল, অবনত, বিন¤্র শ্রদ্ধা জানাই।’
ওপেনার তামিম ইকবাল তার ফেসবুকে লিখেছেন, ‘সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সুযোগ পাওয়া তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফের্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। সব ভাষা শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা। ‘
সৌম্য সরকার সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status