অনলাইন

২ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ ও কুমিল্লা

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১১:১৯ পূর্বাহ্ন

দুই জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক ঘটনায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে অজ্ঞাতনামা এক যুবক (৪০) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, বিপুল পরিমান ফেন্সিডিল ও গাজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার গভীররাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের দাউদপুর ইউনিয়নের কালনী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রূপগঞ্জ র‌্যাব-১ সিপিসি-৩ এর পূবার্চল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুলাহ আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
মেজর আব্দুলাহ আল মেহেদী জানান, বৃহস্পতিবার রাতে সড়কের কালনী এলাকায় র‌্যাব-১ এর একটি চেকপোস্ট বসে। রাত সাড়ে ৩টার দিকে গাজীপুরগামী প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো -গ ১৭-৯৫২৩) থামানো জন্য সিগন্যাল দিলে হঠাৎ প্রাইভেটকারে থাকা ব্যক্তিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। র‌্যাব নিজেদের রক্ষা করার জন্য পাল্টা গুলি ছুঁড়লে সড়কের কালনী এলাকায় পূর্বাচল ২২নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা কবরস্থানের পাশেপ্রাইভেটকার রেখে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পালিয়ে যায়। এসময় র‌্যাব গুলিবিদ্ধ অবস্থায় একজন অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে র‌্যাব দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ২শ ৯৬ বোতল ফেন্সিডিল, ৫ কেজি, নগদ ২৮হাজার টাকা ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় যাওয়া যায়নি।
এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, র‌্যাব-১  দুইটি বিদেশী পিস্তল, বিপুল পরিমান মাদকদ্রব্যসহ একটি গুলিবিদ্ধ লাশ রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইমন ও জাহাঙ্গীর নামে দুই ডাকাত নিহত হয়েছেন। এসময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে। নিহতরা হচ্ছেন- জেলার সদর উপজেলার ভাটপাড়া এলাকার মৃত আক্তারুজ্জামানের ছেলে আরিফুজ্জামান ইমন এবং আড়াইওরা এলাকার নিরু মিয়ার ছেলে জাহাঙ্গীর।
পুলিশ জানায়, সদর উপজেলার পালপাড়া এলাকায় লোহারপুল ব্রীজের পাশে সশস্ত্র ডাকাতদল ডাকাতির জন্য সমবেত হয়েছে এমন খবরে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে। এতে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এসময় পুলিশের ৩ সদস্য এবং দুই ডাকাত আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্র্তব্যরত চিকিৎসক দুই ডাকাতকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড গুলির খোসা, দুটি রামদা, একটি ছুরিসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ। জেলা ডিবি’র এসআই পরিমল দাস জানান, নিহত ডাকাতদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ৭-৮টি মামলা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status