প্রথম পাতা

গ্রামীণফোনকে সোমবারের মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

স্টাফ রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৯:২১ পূর্বাহ্ন

বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে গ্রামীণফোনকে ২৪শে ফেব্রুয়ারি সোমবারের মধ্যে ১০০০ কোটি টাকা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গ্রামীণফোনের করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে এ আদেশ  দেন। এ বিষয়ে সোমবার পরবর্তী আদেশ দেয়া হবে। আদালতে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব। অপরদিকে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন এ এম আমিন উদ্দিন ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী। গ্রামীণফোনের আইনজীবী এএম আমিন উদ্দিন শুনানিতে বলেন, বিটিআরসির মূল দাবি ২ হাজার ৩০০ কোটি টাকা। এ নিয়ে মামলা হয়েছে। ২ হাজার কোটি টাকা দেয়া হলে ৮৭ শতাংশ অর্থ পরিশোধ করা হবে। তখন আদালত বলেন, আদালতের আদেশ কতটুকু বাস্তবায়ন করেছেন? জবাবে গ্রামীণফোনের আইনজীবী বলেন, ৫০০ কোটি টাকা অফার করা হয়েছে। বিটিআরসি সেই টাকা নেয়নি। এখনো ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় আছে। এর আগে আমরা আবেদনটি করেছি। তখন বিটিআরসির আইনজীবী বলেন, ২ হাজার কোটি টাকার কম নিলে আদালত অবমাননা হবে। আদালত তখন বলেন, আমরা বললাম ২ হাজার কোটি টাকা দিতে। আপনারা বলছেন ৫০০ কোটি টাকার কথা। তখন গ্রামীণফোনের আইনজীবী বলেন, বিটিআরসির মূল দাবি ২ হাজার ৩০০ কোটি টাকা। উনারা কোনোভাবে আমাদের সুযোগ দিচ্ছে না। আদালত বলেন, বিটিআরসির দাবি ১২ হাজার কোটি টাকা। আমরা ২ হাজার কোটি টাকা দিতে বললাম। আপনারা আপিল বিভাগের আদেশ উপেক্ষা করছেন? এক হাজার কোটি টাকা দিয়ে এসেও যদি বলতেন, তাহলেও আমরা বিবেচনা করতাম। এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, প্রশাসক নিয়োগ দিয়ে দেন। তাহলে সব টাকা ছয় মাসের মধ্যে আদায় হয়ে যাবে। তখন আদালত বলেন, আপনারা যদি বেশি টাকা দেন, তাহলে পরবর্তীতে  সেটা তো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তখন এ এম আমিন উদ্দিন বলেন, বিষয়টা তো বিচারাধীন। আমরা তো মনেই করছি না বিটিআরসি এই টাকাটা পাবে।

গত ২৪শে নভেম্বর গ্রামীণফোনকে ২ হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছিলেন। সে জন্য তাদের তিন মাস সময় দেয়া হয়েছিল। তা আগামী ২৪শে ফেব্রুয়ারি শেষ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status