বাংলারজমিন

মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড পেলেন মেয়র জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৩৭ পূর্বাহ্ন

ভারতের কলকাতা ও বাংলাদেশের দু’টি সোসাল কালচারাল সংগঠনের যৌথ প্রয়াসে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড  পেয়েছেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলাদেশে সফল মেয়র হিসেবে নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। গতকাল দুপুরে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল নগর ভবনে মেয়রের হাতে এ পদক তুলে দেন। এর আগে গত ১৬ই ফেব্রুয়ারি কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ভারত-বাংলাদেশ সমপ্রীতি উৎসব অনুষ্ঠানে মেয়র জাহাঙ্গীর আলমকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সিটি মেয়র জাহাঙ্গীর আলম ব্যক্তিগতভাবে ওই অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় ভারতের বিদ্যুৎমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এর হাত থেকে পদকটি গ্রহণ করেন পশ্চিমবঙ্গের সাংবাদিক কিংশুক চক্রবর্তী।

গতকাল অ্যাওয়ার্ড ও সনদ হাতে পাওয়ার পর মেয়র জাহাঙ্গীর আলম বলেন, এই অ্যাওযার্ড প্রাপ্তি অবশ্যই আনন্দের বিষয়। এটি নগরকে এগিয়ে নিতে, নগরবাসির সেবা বাড়াতে আমাকে আরো উৎসাহিত করবে, প্রেরণা যোগাবে। কলকাতার কালচারাল সংগঠন সারস্বত ও ঢাকার সাউথ এশিয়া সোসাল কালচারাল ফোরাম এর দেয়া অ্যাওয়ার্ডটি মেয়র জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আগে পয়:বর্জ্য ব্যবস্থাপনা এর প্রাতিষ্ঠানিক এবং আইনী কাঠামো (সিটি করপোরেশনে) বিষয়ে এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status