অনলাইন

ভয়ঙ্কর নৌ-জট

এম.এ রাজ্জাক,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৫:৫২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে নৌ পথে নৌ-জট সৃষ্টি হয়েছে। এই জটে প্রায় ২০দিন ধরে আটকা রয়েছে অনেক নৌকা। আর ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শত শত কয়লা ও চুনাপাথর ব্যবসায়ীরা। তাহিরপুর সীমান্তের (বড়ছড়া, চারাগাঁও, বাগলী) তিনটি শুল্ক ষ্টেশন থেকে পাটলাই নদী দিয়ে নৌ পথে দেশের বিভিন্ন স্থানের ইটভাটায় কয়লা ও সিমেন্ট ফ্যাক্টরীতে চুনাপাথর সরবরাহে ব্যবহৃত শত শত ইঞ্জিন চালিত নৌকা দীর্ঘ নৌ-জটের কবলে পড়ে আটকে পড়ে রয়েছে।

উপজেলার মাটিয়ান হাওর সংলগ্ন হাঁসমারা বিল থেকে পাইকরতলা নদীর ৫ কিলোমিটার নৌ পথের দুই তীরে গত ২০ দিন ধরে এ অচল অবস্থা বিরাজ করছে। নদীতে প্রতিদিন সিরিয়াল নিয়ে জটের কবল থেকে প্রায় ২০টি নৌকা বের হলেও বিপরিত দিক থেকে আসা আরও ৩০ থেকে ৩৫টি নৌকা এসে যোগ হচ্ছে প্রতিনিয়ত।

জানা যায়, সারা দেশের বিভিন্ন ইটভাটায় কয়লার মোকাম ও সিমেন্ট ফ্যাক্টরীতে চুনাপাথর সরবরাহের জন্য তাহিরপুর সীমান্তের (বড়ছড়া, চারাগাঁও, বাগলী) তিনিটি শুল্ক ষ্টেশন থেকে ছেড়ে আসা কোটি কোটি টাকার কয়লা ও চুনাপাথর বোঝাই শত শত নৌকাগুলো উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর পাটলাই নদীতে নৌজটের কবলে পড়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

নৌকার মাঝি ও ব্যবসায়ীরা  জানান, মাঘ মাসের প্রথম থেকে চৈত্র মাসের ১৫ তারিখ পর্যন্ত বিগত ১০/১২ বছর ধরে এই নৌ-জটের কবলে পড়ে  দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। কারণ হিসাবে তারা জানান, প্রতি বছর হেমন্তে মৌসুমে পানি শুকিয়ে যাওয়ায় নদীর গভীরতা ও প্রসস্ততা কমে গেছে। তারা আরো জানান, স্থানীয় পুলিশ প্রশাসন সঠিক ভাবে দায়িত্ব পালন করলে এই নৌ-জট ২/৩ দিনের মধ্যে সমাধান হতো।

শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার বলেন, পাটলাই নদীতে বিগতদিনের চেয়ে গত সোমবার সকাল থেকে নৌ-জট অনেক বেশী বেড়ে গেছে। আটকে পড়া নৌকাগুলোতে যেন কোন ধরনের চাঁদাবাজি না হয় এ ব্যাপারে  ইউনিয়নের পক্ষ থেকে একটি শৃঙ্খলা কমিটি করে দিয়েছেন তিনি।

তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান বলেন, নৌ- জটের কবল থেকে প্রতিদিন ২০টি নৌকা ছাড়া পেলেও অপরদিকে পেছন থেকে আরও ২০টি নৌকা এসে যোগ হচ্ছে। যার কারণে নৌ জট সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছেনা। তিনি বলেন, এ সমস্যা দূরীকরণে পাটলাই নদীতে জররী খনন করা প্রয়োজন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, পাটলাই ও পাইকরতলা নদীর তলদেশ পলিমাটিতে ভরাট হওয়ায় এ নৌ-জটের সমস্যা দেখা দিয়েছে। নদী খনন হলে এ সমস্যার সৃষ্টি হতো না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status