বাংলারজমিন

চীন ফেরত বরগুনার সেই শিক্ষার্থী করোনায় আক্রান্ত নন

বরগুনা প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:০০ পূর্বাহ্ন

বরগুনা সদর জেনারেল হাসপাতালে করোনা ভাইরাস সন্দেহে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। বুধবার (১৯শে ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান এক বিবৃতিতে এ তথ্য জানান।
বরগুনার সিভিল সার্জন হুমায়ুন শাহীন খান জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউট (আইইসিডিআর) ওই শিক্ষার্থীর নমুনা পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে ইমরান করোনাভাইরাসে আক্রান্ত নন বলে নিশ্চিত করা হয়েছে। সোমবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রতিনিধিদল বরগুনা আসেন এবং বরগুনা জেনারেল হাসপাতালের পর্যবেক্ষণ কক্ষে থাকা চীন ফেরত ওই শিক্ষার্থীর নমুনা (রক্ত, নাক ও গলা থেকে সোয়াপ) সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিটিউটের (আইইসিডিআর) ল্যাবে পাঠান।
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বৃত্তি পেয়ে তিন মাস আগে পড়াশোনার জন্য চীন গিয়েছিল ইমরান। তিনি শানডং প্রদেশের রিজাউ শানডং ইউনিভার্সিটিতে পড়ছিলেন। এরপর চীনে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়লে সে শহর থেকে ৩৬ ঘণ্টা ট্রেন ভ্রমণ করে আসেন এয়ারপোর্টে। এরপর ইমরানকে শনিবার (১৫ই ফেব্রুয়ারি) চীনের গুরাংজু এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে ছাড়পত্র দেয়া হয়েছিল। সেই ছাড়পত্র দেখিয়ে তিনি রোববার (১৬ই ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা এয়ারপোর্ট থেকে বাড়িতে পৌঁছলে শরীরে জ্বর অনুভব হয়। পরে বরগুনা থানা পুলিশের সহযোগিতায় তাকে বরগুনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status