অনলাইন

ফেনীতে দুই ভুয়া ডিবি সদস্য আটক

ফেনী প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৭:৩৮ পূর্বাহ্ন

ফেনীতে নকল ডিবির দুই সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে মো. আলাউদ্দিন (২৮) ও নূর নবীকে (২৭) আটক করে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় মুক্তিপণের জন্য আদায়কৃত টাকা। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এ এন এম নুরুজ্জামান জানান, মঙ্গলবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে মো. প্রান্ত ইসলাম (২৫) নামে এক যুবককে অপহরণ করে। পরে অপহৃতকে হুমকি দিয়ে তার বন্ধুর কাছ থেকে বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা আদায় করে। অপহৃতের পরিবারের পক্ষ থেকে অপহরণ ও মুক্তিপণের বিষয়টি জেলা পুলিশকে জানানো হলে অপহরণকারীদের ধরতে মাঠে নামে জেলা গোয়েন্দা পুলিশ। রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে ভুয়া গোয়েন্দা পুলিশের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলো সদর উপজেলার লক্ষ্মীয়ারা পাটোয়ারী বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মো. আলাউদ্দিন ও একই এলাকার বগই ভূঞা বাড়ির আবুল হোসেনের ছেলে নূর নবী। পুলিশ এ সময় অপহৃত মো. প্রান্ত ইসলামকে উদ্ধার করে। প্রান্ত ইসলাম ডালি কনস্ট্রাকশন লিমিটেডের গ্রামীণ নেটওয়ার্ক টাওয়ারের জেনারেটর অপারেটর হিসেবে কর্মরত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status