বাংলারজমিন

মার্কেটে শতাধিক মৌচাক

মাদারীপুর প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৭:৩৩ পূর্বাহ্ন

মাদারীপুরের কালকিনিতে ব্যবসা প্রতিষ্ঠানের একটি মার্কেট তিন মাস ধরে দখল করে রেখেছে মৌমাছির দল। সেখানে প্রায় শতাধিক মৌচাক তৈরি করেছে মৌ-মাছির দল। এতে করে আতঙ্কে ওই ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন। এদিকে মৌমাছির চাকগুলো একনজর দেখার জন্য প্রতিনিয়ত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। সরজমিন গিয়ে জানা গেছে, উপজেলার শিকারমঙ্গল এলাকার মিয়ারহাট বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি মার্কেট নির্মাণ করেন একই এলাকার সিরাজুল ইসলাম। পরে সে মার্কেটের দোকানগুলো ব্যবসায়ী আজিজ বেপারী, কালাম খান, রব চৌধুরী ও খালেক বেপারীসহ প্রায় ১০ জনের কাছে ভাড়া দেন। এ দোকানগুলোর চতুর পাশ দিয়ে প্রায় শতাধিত মৌমাছির চাক বসেছে। মৌ-মাছির হুলের আতঙ্কে ব্যবসায়ীদের মাঝে অনেকে দোকান তালাবদ্ধ করে রেখেছেন। ব্যবসায়ী আজিজ বেপারী বলেন, আমার দোকানে মৌ-মাছির চাক বসায় দোকান বন্ধ রেখেছি কারণ মৌমাছির আক্রমণের ভয়ে দোকান কবে খুলতে পারব জানি না। এদিকে মৌ-মাছির চাকগুলো একনজর দেখার জন্য প্রতিনিয়ত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। স্থানীয় ব্যবসায়ী কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতি বছরই এই মার্কেটে মৌমাছির চাক বসে। আর এতে করে ওই মার্কেটের দোকানিদের চরম ক্ষতি হয়। এ ব্যাপারে মধু সংগ্রহকারী আকরাম বলেন, শীতের কারণে ওই দোকানে মৌমাছি বাসা বেঁধেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status