বিনোদন

গ্রন্থমেলায় মাহবুবা চৌধুরীর তিন বই

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৭:২৬ পূর্বাহ্ন

মাহবুবা চৌধুরী। বিশিষ্ট সংবাদ পাঠক, খ্যাতিমান উপস্থাপক, টেলিভিশন পর্দার উজ্জ্বল মুখ এবং দৈনিক মানবজমিনের সম্পাদক। এসব পরিচয়ের বাইরেও তার হৃদয় ভুবন আলোকিত হয়ে আছে সাহিত্য শিল্পে। শিশু মনস্তত্ত্বের ওপর অসাধারণ দখল রয়েছে তার। আর এ কারণেই তার লেখনীতে শিশুসাহিত্য উপস্থাপিত হয় অন্যরকম নান্দনিকতায়। এমন চিত্র বরাবরের। এবারো ঘটেনি তার ব্যত্যয়। চলতি গ্রন্থমেলায় নন্দিত এ শিশুসাহিত্যিকের তিনটি বই প্রকাশ হয়েছে। যার মধ্যে দু’টি হচ্ছে কিশোর উপন্যাস আর একটি ছড়ার বই।

এগুলো প্রকাশ করেছে অন্যধারা প্রকাশনী। কিশোর উপন্যাস দু’টি হচ্ছে ‘দোতনা আর ছোট মামা  কাতারে’ ও ‘শায়ানের যাদুর পাখি’ এবং ছড়াগ্রন্থের নাম ‘ছড়ার বনে ফুল ফুটেছে’। বই তিনটি পাওয়া যাচ্ছে মেলার ৫৯৯, ৬০০, ৬০১ ও ৬০২ নম্বর স্টলে। মাহবুবা চৌধুরীর এবারের কিশোর উপন্যাস ‘দোতনা আর ছোট মামা  কাতারে’ তার ‘দোতনা’ সিরিজের নতুন বই। যার মূল নায়ক দোতনা নামে এক কিশোর। একটি সুখী পরিবারের একমাত্র সন্তান। ‘দোতনা’ সিরিজের এর আগের প্রতিটি উপন্যাসেই দেখা গেছে দোতনাকে ঘিরে একটি বড় গল্পের ভেতর তৈরি হয় ছোট ছোট আরো বেশকিছু গল্প। এবারের উপন্যাসে দোতনার বন্ধু শেখরের ছোট ভাই পরশের হারিয়ে যাওয়া এবং পরবর্তীতে তাকে ফিরে পাওয়া, রহস্যজনক ভাবে দোতনার রোবট চুরি হয়ে যাওয়া এবং নাটকীয় ভাবে সেটা উদ্ধার হওয়ার ঘটনাগুলো ছিল বেশ মজার। আর ছোটমামার সঙ্গে দোতনার কাতার বেড়ানোর পর্বটুকু ছিল দারুণ। বিশেষ করে কাতার সম্পর্কে বেশ সুন্দর ও তথ্যবহুল চিত্র পাওয়া গেছে এ পর্বে। এদিকে ‘শায়ানের যাদুর পাখি’ উপন্যাসটি রচিত হয়েছে শায়ান নামের এক কিশোরকে নিয়ে। সে খুব ভদ্র এবং মিশুক স্বভাবের। অন্যের উপকার করে আনন্দ পায়। উপন্যাসের গল্পে পরিবারের সঙ্গে তার কক্সবাজার, রামু, ইনানি সি- বিচ, হিমছড়ি, টেকনাফ ও সেন্টমার্টিন বেড়ানো, তারই বয়সী শহীদুল্লাহর অপহৃত হওয়া এবং পাখির সাহায্যে তাকে ফিরে পাওয়ার ঘটনাগুলো ভালো লেগেছে। অন্যদিকে বরাবরের মতোই মাহবুবা চৌধুরীর এবারের ছড়ার বই ‘ছড়ার বনে ফুল ফুটেছে’র বিভিন্ন বিষয়ের ওপর রচিত প্রতিটি ছড়াই হয়েছে বেশ সুখপাঠ্য।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status