বাংলারজমিন

রাস্তায় গাছ ফেলে শিক্ষা সফরের যাত্রীদের সর্বস্ব লুট

মাগুরা প্রতিনিধি

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৮:৪১ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরের জিকে আইডিয়াল ডিগ্রি কলেজের শিক্ষা সফর থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গাছ ফেলে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে শ্রীপুরের দোরাননগর নামক স্থানে এই ডাকাতি ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, উপজেলার জিকে আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে সোমবার সকালে নাটোরের গণভবনসহ বিভিন্ন স্থানে শিক্ষা সফরে যায়। নির্ধারণ হয় ভ্রমণে শেষে সকলকে কলেজে এসে বাস থেকে নামতে হবে। তারপর ইজিবাইকযোগে যে যার বাড়িতে ফিরবে। সেই মতে ভ্রমণ শেষে রাত পৌনে ১২টার দিকে দোরাননগর নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত পাকা রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে ও দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় অপর এক মোটরসাইকেল আরোহী ও বিপরীত দিক থেকে আসা মালামাল বোঝাই নসিমনসহ দু’জনকেও জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নেয় ডাকাত দলটি। পরে খবর পেয়ে নাকোল ফাঁড়ি ও টহলদলের পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ডাকাতদল তার আগেই চম্পট দেয়।
 ওসি বলেন, এ ঘটনায় শ্রীপুর থানায় এজাহার দাখিল করা হয়েছে।
এদিকে মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status