খেলা

করোনা আতঙ্ক

বাংলাদেশে স্থগিত আরচারির আন্তর্জাতিক আসর

স্পোর্টস রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৮:১৮ পূর্বাহ্ন

আগামী ২৩শে ফেব্রুয়ারি টঙ্গীর আরচারি প্রশিক্ষণকেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি চ্যাম্পিয়নশিপ। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও করোনা ভাইরাস আতঙ্কে প্রতিযোগিতাটি স্থগিত করেছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। স্থগিতের ব্যাপারে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘করোনা ভাইরাস আতঙ্কের কারণে অনেক দেশ প্রতিযোগী পাঠাতে রাজি হচ্ছে না। এ কারণে টুর্নামেন্টটি আপাতত স্থগিত করে দিতে হচ্ছে। এরপর আমরা বসে সিদ্ধান্ত নেবো কবে নাগাদ এটি আয়োজন করা যায়। এবার ৩০টি দেশের দুশোরও বেশি প্রতিযোগীর অংশ নেয়ার কথা ছিল সলিডারিটি আরচারিতে। কিন্তু করোনা ভাইরাসের আতঙ্কে অংশগ্রহণকারী দেশের সংখ্যা অনেক কমে যাচ্ছিল। প্রতিযোগীও নেমে আসে ৭০-৮০ জনে। তাই বাধ্য হয়ে আপাতত টুর্নামেন্টটি স্থগিত করে দিতে হলো।’ ২০১৭ সাল থেকে আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং আরচারি চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে বাংলাদেশ। চীনে মঙ্গলবার পর্যন্ত  করোনা ভাইরাসে এক হাজার ৮৬৮ জনের মৃত্যু হয়েছে; আক্রান্তের সংখ্যা পৌঁছেছে লাখের কাছাকাছি। তবে আক্রান্তদের মধ্যে ১২ হাজারের বেশি এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছে চীনা কর্তৃপক্ষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status