বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাতার নিচে পল্লী বিদ্যুৎ সমিতির সকল সেবা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৭:৩৪ পূর্বাহ্ন

মুজিববর্ষ উপলক্ষে গ্রাহকদের বিশেষ সেবা দিতে ১ ছাতার নিচে সকল পরিষেবা কার্যক্রম হাতে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি। এরই অংশ হিসেবে গতকাল জেলার আশুগঞ্জের তালশহরের বিদ্যুৎ গ্রাহকদের দিনব্যাপী এই সেবা দেয়া হয়। সমিতির কর্মকর্তারা জানিয়েছেন- যা ব্রাহ্মণবাড়িয়া এবং দেশে প্রথম। এর আওতায় ওই স্থানেই গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল গ্রহণ, অনলাইনে নতুন সংযোগের আবেদন নেয়া, স্পট মিটারিং করা হয়। এছাড়া বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষণ, অভিযোগ গ্রহণ ও নিরসন, উঠান বৈঠক, পথস্বত্ব পরিষ্কারকরন, নিরাপদ বিদ্যুৎ ব্যবহারের বিষয়াদি ও বিদ্যৎ সাশ্রয়ী যন্ত্রপাতি প্রদর্শন, আলোর ফেরিওয়ালা এবং সমিতির সেবা সম্পর্কে মতামত গ্রহণ করা হয়। মোটকথা বিদ্যুতের যেসব কাজের জন্যে গ্রাহকরা অফিসে যেতেন সেসব কাজই করার সুযোগ পান সেখানে তারা। তালশহর ইউনিয়নে সমিতির গ্রাহক সংখ্যা প্রায় ২৩ হাজার। এই সেবা পেয়ে খুশি গ্রাহকরা। আন্দিদিল গ্রামের আনোয়ার হোসেন, পারুল, আতাউর রহমান, নাছির আসেন মিটার পরিবর্তন এবং খুঁটি স্থানান্তরের কাজ নিয়ে। তারা বললেন এখানে না হলে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিসে যেতে হতো। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যৎ সমিতির এজিএম (সদস্য সেবা) মো. নূরে আলম জানান- মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরের প্রত্যেক মাসের ১৭ তারিখ এই কর্মসূচি পালন করবেন তারা। এই সেবা কার্যক্রমে বলতে গেলে পুরো অফিসই মাঠ পর্যায়ে চলে আসে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহজাহান তালুকাদার বলেন- এই সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের কাছাকাছি পৌঁছে যেতে পারবো। মানুষকে সচেতন করতে পারবো। বিদ্যুৎ সংযোগে যে দুর্নীতি হয় তা প্রতিরোধ হবে। সমিতির প্রায় অর্ধশত কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করেন সেখানে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. শাহজাহান তালুকাদার, ইউপি চেয়ারম্যান আবু সামা, সমিতির এজিএম মো. নূরে আলম ও সৈকত বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তারা উঠোন বৈঠকসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status