বাংলারজমিন

বগুড়া-১ উপনির্বাচন

তৃণমূল বিএনপি’র আলোচনায় মোশারফ

প্রতীক ওমর, বগুড়া থেকে

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:৪৪ অপরাহ্ন

বগুড়া-১ আসনের আওয়ামী লীগের টানা তিনবারের সাংসদ আবদুল মান্নানের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। মান্নানের অবর্তমানে কে হতে যাচ্ছেন সোনাতলা-সারিয়াকান্দির এমপি সেই আলোচনা এখন তুঙ্গে। ভোটার এবং রাজনৈতিক নেতাদের মধ্যে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ। যদিও তৃণমূলের নেতারা ইতিমধ্যেই ঠিক করেছেন তাদের পছন্দের নেতাদের। সেই নেতারা এখন তাকিয়ে আছেন দলের নীতি-নির্ধারকদের দিকে। এদিকে জাতীয় রাজনীতিতে বগুড়া বরাবরেই আলোচিত জায়গা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি এর মূল কারণ। বগুড়ার রাজনীতিতে বরাবরের মতই বিএনপি এগিয়ে। বর্তমান নির্বাচনের পরিবেশ পরিস্থিতি আর যাইহোক, আগামীতে যেকোনো নির্বাচনে বিএনপি অংশগ্রহণের ঘোষণা দিয়েছে ইতিমধ্যেই। ফলে বগুড়া-১ এর শূন্য আসনে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া শুরু করেছে। যদিও সোনাতলা উপজেলা সদরে গেল ১১ বছরে বিএনপি’র কোনো অফিস নেই। সাংগঠনিক কাঠামোতেও রয়েছে ভঙ্গুরদশা।
গোলাম মো. সিরাজ বগুড়া জেলার আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তির পর দল নতুন করে চাঙ্গা হতে শুরু করেছে। জেলার পর উপজেলাগুলোকেও সাংগঠনিক কাঠামো দাঁড় করার প্রক্রিয়া শুরু করেছেন তিনি। আসছে নির্বাচনে ওই আসনে বিএনপির মনোনয়ন প্রাত্যাশীদের একজন আলহাজ্ব মোশারফ হোসেন চৌধুরী। তিনি জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক। বিএনপি থেকে তিনি মনোনয়ন পেতে বেশ আগে থেকেই মাঠে সোচ্চার হয়ে উঠেছেন। তিনি বর্তমানে বেশির ভাগ সময় সাধারণ মানুষের সাথে যোগাযোগ করেই পার করছেন। ঈদ, পূজায় বিএনপির এই নেতা  সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার দুস্থ মানুষদের আর্থিক সহযোগিতা, উপহার সামগ্রী বিতরণ, অসহায় মানুষদের ভোজন করানোসহ গণমানুষের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতিমধ্যেই তার জনপ্রিয়তা মানুষের মুখে-মুখে ছড়িয়ে পড়েছে। তিনি ইতিমধ্যেই বিভিন্ন স্থানে জনসংযোগ কর্মী সভা এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন রকমের কর্মসূচি বাস্তবায়ন করছেন। মোশাররফ হোসেন নেতাকর্মীকে আরও সক্রিয় এবং নির্বাচনমুখী করার জন্য নেতাকর্মীদের সাথে একান্তভাবে আলাপচারিতায় মিলিত হচ্ছেন। সোনাতলা-সারিয়াকান্দি উপজেলার তৃণমূল বিএনপি নেতা এবং ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত সাবেক প্রায় সবগুলো চেয়ারম্যান এই আসনে তাদের পছন্দের নেতা হিসেবে মোশারফ হোসেনকেই চাচ্ছেন। এবং তার হয়ে মাঠে কাজও শুরু করেছেন তারা। এছাড়াও তৃণমূল বিএনপির ৯০ ভাগের বেশি নেতাকর্মী মোশারফ হোসেনকে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান। সেই অনুযায়ী মাঠে কাজও শুরু হয়েছে।
সোনাতলা-সারিয়াকান্দি বিএনপির প্রভাবশালী একাধিক নেতা জানান, ১৯৯১ ও ১৯৯৬ সালে নির্বাচনে ওই আসনের বিএনপির প্রার্থী ডা. হাবিবুর রহমান এমপি নির্বাচিত হন। ওই নির্বাচন দুইটির মূল সমন্বয়ক হিসেবে দক্ষতার সাথে কাজ করেছিলেন মোশারফ হোসেন। সে সময় সোনাতলা-সারিয়াকান্দির অনেক উন্নয়নের সাথে তিনি সরাসরি সম্পৃক্ত ছিলেন। ফলে এলাকাতে তার সুনাম আগে থেকেই রয়েছে। এবার দলীয় মনোনয়ন পেলে ওই আসন পুনরুদ্ধার করতে পারবেন বলে তৃণমূলের ওই নেতারা মনে করেন।  
সোনাতালা উপজেলা ছাত্রদলের একাধিক দায়িত্বশীল নেতা জানান, আসছে জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে মোশারফ হোসেনকে প্রার্থী হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা। তারা আশাবাদী কেন্দ্রীয় সংগঠন এই আসনের তাকে মনোনয়ন দেবে। এসব তৃণমূলের নেতৃবৃন্দ ইতিমধ্যেই মোশারফ হোসেনের জন্য মাঠ চষে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের কাছে এই প্রার্থীর জন্য আসছে নির্বাচনের রায় প্রার্থনা করছেন। মোশারফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে বিএনপিকে সংঘবদ্ধ রাখার জন্য দলীয় সব ধরনের কর্মসূচি পালন করেছি। কর্মীদের নিয়মিত খোঁজখবর নিয়েছি। আমি আশাকরি আসছে নির্বাচনে ধানের শীষে প্রার্থী হয়ে জনগণের সমর্থন ও ভোটে জয়ী হবো। আমি মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করছি’। বিশেষ করে দলীয় যেসব নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে এসব মামলায় জামিনের ব্যপারে নিজ উদ্যোগে এগিয়ে এসেছি সবসময়। তিনি মনে করেন দল তাকে মনোনয়ন দিলে সততার সাথে সাধারণ মানুষকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারবো। তিনি আরো বলেন, নিজেকে দলের জন্য, মানুষের জন্য বিলিয়ে দিতে চাই’। হারানো এই আসন পুনরুদ্ধার করার সর্বাত্মক চেষ্টা করার অঙ্গীকার করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status