বাংলারজমিন

ব্রিজ ভেঙে ঢাকা-তালতলী সড়কের যান চলাচল বন্ধ

তালতলী (বরগুনা) প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:২১ পূর্বাহ্ন

বরগুনার আমতলীতে আরপাঙ্গাশিয়া নদীর বেইলী ব্রিজ ভেঙে ঢাকা-তালতলী প্রধান সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তালতলী উপজেলার সঙ্গে সারা দেশের সঙ্গে সড়ক  যোগাযোগ বন্ধ হয়ে আছে। তবে দুই দপ্তরের ঠেলাঠেলির কারণে সংস্কার কাজও বন্ধ। সরজমিন গিয়ে দেখা যায়, দুই পারে মালবাহী গাড়ি ও বাস আটকে আছে। এদিকে দুর্ঘটনা এড়াতে শনিবার সন্ধ্যা থেকে ওই রুটে যান চলাচল বন্ধ করা হয়। জানা গেছে, আমতলীর আরপাঙ্গাশিয়া নদীর উপরে ১৯৮৫ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ একটি স্টিলের বেইলি ব্রিজ নির্মাণ করেন। এরপর থেকে তালতলী উপজেলার সঙ্গে ঢাকাসহ দেশের প্রধান সড়ক হিসেবে এই রুটটি ব্যবহার করা হয়।
 এ উপজেলা থেকে প্রতিদিন বেইলি ব্রিজটি পার হয়ে ঢাকা-বরিশাল-আমতলী-তালতলী রুটে পরিবহন বাস, নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের মালামাল বহনকারী ভারী ট্রাক, প্রাইভেটকার, মাহেন্দ্রা, ট্রলি, ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ সহস্রাধিক গাড়ি প্রতিদিন চলাচল করে। তবে দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটি সংস্কার না হওয়াতে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগের ঠেলাঠেলির কারণে  কোনো ধরনের সংস্কার হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status