খেলা

রেকর্ড গড়ে স্বপ্নযাত্রায় লিভারপুল

ফিরেই ‘নায়ক’ সাদিও মানে

স্পোর্টস ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:৫৭ পূর্বাহ্ন

৩০ বছর ধরে ইংল্যান্ডের শীর্ষ লীগে শিরোপাহীন লিভারপুল। ঐতিহ্যবাহী ক্লাবটি ১৮তম শিরোপা জিতেছিল ১৯৯০-এ। দীর্ঘ আক্ষেপটা এবার ঘুচাতে যাচ্ছে তারা। মৌসুমের বাকি ১২ ম্যাচের মধ্যে ৫টিতে জিতলেই শিরোপা উঠবে অলরেডদের হাতে। শনিবার নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লীগে টানা ১৭তম জয় তুলে নেয় লিভারপুল। গত বছরের মার্চ থেকে অক্টোবর পর্যন্ত প্রিমিয়ার লীগে টানা ১৭ ম্যাচ জিতেছিল কোচ ইয়ুর্গেন ক্লপের দল। পরের ম্যাচ জিতলে ২০১৭তে ম্যানচেস্টার সিটির গড়া টানা ১৮ জয়ের রেকর্ড ছুঁবে লিভারপুল। নিজেদের শেষ ৩৬ ম্যাচে তারা জিতেছে ৩৫টি। একমাত্র ড্র গত অক্টোবরে ম্যানইউর বিপক্ষে। সবমিলিয়ে প্রিমিয়ার লীগে টানা ৪৩ ম্যাচ অপরাজিত লিভারপুল। আর্সেনালের টানা অপরাজিত থাকার রের্কড ভাঙতে সামনের ৭ ম্যাচে হার এড়াতে হবে অলরেডদের।
দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ২৫ পয়েন্টে এগিয়ে লিভারপুল। টানা দুবারের চ্যাম্পিয়ন সিটির সংগ্রহ ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট। এ নিয়ে লিভারপুলের জার্মান কোচ ক্লপ বলেন, ‘২৫ পয়েন্ট? এটা সত্যিই অবিশ্বাস্য। আমার ছেলেরা এতগুলো ম্যাচ জিতেছে কেবল তাদের স্কিলের কারণে নয়। তাদের চরিত্রটাই অসাধারণ।’
শনিবার নরউইচের মাঠে লিভারপুলের জয়ের নায়ক বদলি হিসেবে মাঠে নামা সাদিও মানে। ৬০তম মিনিটে আলেক্স-অক্সলেড চ্যাম্বারলিনের বদলি হিসেবে খেলতে নেমে ৭৮তম মিনিটে জর্ডান হেন্ডারসনের অ্যাসিস্টে গোল করেন লিভারপুলের এ সেনেগালিজ ফরোয়ার্ড। ইনজুরির কারণে লিভারপুলের গত তিন ম্যাচে সাইডলাইনে ছিলেন মানে। ইনজুরিতে পড়ার আগে টানা তিন ম্যাচে জালের দিশা পাননি এ সেনেগালিজ তারকা। সবশেষ গোল করেন ২রা জানুয়ারি শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে। মানের প্রত্যাবর্তন আর ফর্মে খুশি ক্লপ। তিনি বলেন, ‘আজ আমি মানেকে শুরুতেই খেলাতে পারতাম। কিন্তু মঙ্গলবারের কথা ভেবে আর নামাইনি।’
আগামীকাল চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে লিভারপুল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম লেগে  খেলবে মাদ্রিদে অ্যাটলেটির মাঠে গিয়ে। চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে ৬ ম্যাচে ২ গোল ও ২ অ্যাসিস্ট রয়েছে মানের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status