বাংলারজমিন

শিলা নদীর পুনঃখনন শুরু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:১৩ পূর্বাহ্ন

বহু প্রতীক্ষার পর ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ওপর দিয়ে বয়ে চলা শিলা নদীর পুনঃখনন কাজ শুরু হয়েছে। এদিকে এ নদী খননের খবরে উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ২ লাখ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। শনিবার বিকালে উপজেলার মশাখালী ইউনিয়নের শিলা বাজারে শিলা ব্রিজের কাছে এ নদী খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ-১০, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল। এ উপলক্ষে শিলা বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদি সমন্বিত পানি ব্যবস্থাপনার একশ’ বছর মেয়াদি যুগান্তকারী উদ্যোগ ‘বাংলাদেশ ডেল্টা প্লান-২১০০’ এর কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে। এর অংশ হিসেবে শিলা নদী খনন করা হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status