বাংলারজমিন

মৌলভীবাজারে মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:১০ পূর্বাহ্ন

 মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম-বার) গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে জেলা পুলিশের মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে শনিবার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মৌলভীবাজার রোডস্থ বিলাস মার্কেটের সামন থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়া (৪২), মধ্যমুসলিমবাগ (গাংপাড়) ও রাতে সিন্দুরখাঁন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের উপর হতে মো. আশরাফুল ইসলাম (২২) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা মৌলভীবাজার বিশেষ অভিযান ডিউটি পরিচালনার সময় জুড়ী থানাধীন ফুলতলা ইউনিয়স্থ মধ্য বটুলীর সুলতান মিয়ার বসত বাড়ির উঠান হতে দুইজন আসামী আটক করা হয়। আটককৃতরা হলো- মো. সুলতান মিয়া পিতা-মৃত-নুর মিয়াকে ১১ (এগার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মো. রেজাউল রহমান, মধ্যবটুলীকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়। অপরদিকে জুড়ী থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে সাগরনাল ইউনিয়নস্থ কাপনা পাহাড় চা-বাগানের পুরান লাইনে একছালা ঘরের ভিতর হতে কালা ঠাকুর পাশী (৪৬)কে গাঁজাসহ আটক করা হয়। কমলগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কানিহাটি চা-বাগান  ধিরু রিকিয়াসন (৫০)কে ১০ লিটার চোলাই মদ ও ৪০ লিটার মদ তৈরির তরল ওয়াশ (জাওয়া)সহ আটক করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status