বাংলারজমিন

তিস্তা থেকে তরুণীর লাশ উদ্ধার

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২০, সোমবার, ৮:১০ পূর্বাহ্ন

রংপুরের বদরগঞ্জ সীমান্ত ঘেঁষা সদর উপজেলার মমিনপুর মিলের পাড় এলাকার তিস্তা ক্যানেল থেকে রুমাইয়া আকতার রুমি নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল। রুমি বদরগঞ্জ পৌরশহরের মুন্সিপাড়ার বদরুজ্জামান বকুল ও রফিকা বেগম দম্পতির মেয়ে। সে পার্শ্ববর্তী দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার ফুলবাড়ি অনার্স কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এসময় লাশ শনাক্ত করার জন্য  চারপাশে শত শত উৎসুক জনতা ভিড় করে। গত শনিবার সকাল ১০টার দিকে রংপুরের উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়ে যায়। রংপুর সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে সদর উপজেলার মমিনপুর ইউনিয়ের চেয়ারম্যান সুলতানা আক্তার ঘটনাস্থলে যান।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মমিনপুর এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ক্যানেলের পানিতে সাদা রঙের ইউরিয়া সারের বস্তার একটি লাশ আছে বলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বস্তার মুখ খুলে দেখা যায় তরুণীর লাশ। তার ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে একটি কাগজ মেলে। ধারণা করা হয়, প্রেমের সম্পর্কে জড়িয়ে দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় তাকে হত্যা করে লাশ পানিতে ফেলে রেখে যায়। মেয়েটির পরনে ছিল বোরকা ও টাইটস পায়জামা। পানিতে জুতা ও ভ্যানিটি ব্যাগ পড়েছিল। দুই পায়ে ছিল রূপার তৈরি নূপুর। মেয়েটির নাক দিয়ে রক্ত বের হওয়ার দাগ রয়েছে। গালে আঙ্গুলের আঁচড়ের চিহ্ন পাওয়া গেছে। তার গায়ের রঙ ফর্সা। রুমির মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, হত্যার শিকার মেয়েটির বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
সদর থানার ওসি এসএম সাজেদুর রহমান বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status