শিক্ষাঙ্গন

চবিতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

চবি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৬:৪৪ পূর্বাহ্ন

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ কর্মীর 
বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ উঠেছে।ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে ৩ দিনের আলটিমেটাম দিয়ে আজ বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষ থেকে চবি প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযুক্তর নাম জুনায়েদ হোসেন জয়।তিনি ইতিহাস বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিকের নাম জোবায়ের চৌধুরী। তিনি দৈনিক বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক।

জানা যায়, গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে বন্ধুবান্ধবসহ দুপুরের খাবার খেতে আসেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী। এসময় ছাত্রলীগ কর্মী জুনায়েদ হোসেন জয় এসে জোবায়েরকে আচমকা বেশ কয়েকবার 'তুই' সম্বোধন করে ধাক্কা দিয়ে সরতে বলে। এর কিছু সময় পর জুনায়েদ নামে ওই ছাত্রলীগ কর্মীর এক বন্ধু ওই খাবারের দোকানে আসলে সেও জোবায়েরকে ধাক্কা দিয়ে উঠে যেতে বলে। এসময় কারন জানতে চাইলে তাকে জোবায়েরকে শার্টের কলার ধরে মারতে উদ্যত হয় ছাত্রলীগ কর্মী জুনায়েদ। ঘটনার সময় উপস্থিত ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা জোবায়েরের পরিচয় দিলেও জুনায়েদ ক্ষিপ্ত হয়ে ফের অসৌজন্যমূলক আচরণ করে। একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিকে নিয়েও বিরূপ মন্তব্য করে ওই ছাত্রলীগ কর্মী।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ঘটনার সাথে যেই জড়িত থাকুক না কেন তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিব। সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অধিকার কারো নেই।চবি প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান সাংবাদিকদের বলেন, এ ধরনের ঘটনা অনভিপ্রেত। এ ধরনের ঘটনা ক্যাম্পাসের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধ্বংসের অপপ্রয়াস। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। যথাযথ ব্যবস্থা নিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status