শিক্ষাঙ্গন

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডুয়েট শিক্ষার্থীর গায়ে হলুদ!

ডুয়েট প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ৫:০৯ পূর্বাহ্ন

বাঙালী বিয়ের যে কয়টি পর্ব পালিত হয় তার মধ্যে অন্যতম বর্ণিল ও বর্নাঢ্য পর্বটিই হচ্ছে গায়ে  হলুদ। তবে সম্প্রতি এক ভিন্নধর্মী গায়ে হলুদের সাক্ষী হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) পরিবার।

গতকাল (২৮শে জানুয়ারী) মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনঞ্জিনিয়ারিং স্কুল মাঠে আয়োজন করা হয় পুরকৌশল বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ওদুল ইসলামের গায়ে হলুদ। আগামী ৩১শে জানুয়ারী শুক্রবার ওদুদুল ইসলামের চাপাইনবাবগঞ্জের বাড়িতে একই জেলার ঝর্না আক্তারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। সে অনুষ্ঠানে সব বন্ধুরা উপস্থিত থাকতে পারবেনা বলেই ক্যাম্পাসে এমন ভিন্নধর্মী এ গায়ে হলুদ আয়োজনের আয়োজন করে ওদুদুল ইসলামের সহপাঠীরা।

বিকালে একদল তরুণ-তরুণীর হলদে শাড়ি-পাঞ্জাবিতে চোখ আটকে যাচ্ছে সকলের। সবাই উঁকি দিয়ে দেখছে ক্যাম্পাসে গায়ে হলুদের আয়োজন। বাঁশের ডালা, কুলা, চালুন ও মাটির সরা, ঘড়া, মটকা দিয়ে বিয়ের আমেজ। হলুদে তাদের বন্ধুরাসহ অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

এ ভিন্নধর্মী আয়োজন নিয়ে ওদুলের বন্ধুরা জানান, পরীক্ষা থাকার কারণে বিয়েতে সবার পক্ষে বন্ধুর বাড়িতে যাওয়া সম্ভব না তাই বন্ধুর বিয়ের মজা করার জন্য ক্যাম্পাসে এই হলুদের ব্যতিক্রমী আয়োজন। আমরা সব বন্ধু-বান্ধবীরা মিলে এই আয়োজন করেছি।
বর ওদুলের কাছে ক্যাম্পাসে গায়ে হলুদ আয়োজনের অনুভুতি জানতে চাইলে উচ্ছাসিত কণ্ঠে বলেন, নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে। ক্যাম্পাসে গায়ে হলুদের অনুষ্ঠান হবে কখনো ভাবিনি। আমি অনেক বেশি আনন্দিত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status