বাংলারজমিন

পাকুন্দিয়ায় ঘোড় দৌড় দেখতে উপচে পড়া ভিড়

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:১১ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের আউলিয়াপাড়া হরুয়ালী মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকেই মাঠের চারপাশে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করে। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে কোথাও তিল ধারণেরই ঠাঁই ছিলো না। প্রতিযোগিতায় অংশ নিতে বোরবার রাতেই সিলেট, টাঙাইলসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছোট বড় ও মাঝারি আকারের অর্ধ-শতাধিক ঘোড়া নিয়ে অশ্বারোহীরা আউলিয়াপাড়া এলাকায় অবস্থান নেন। বিকেল ৪টা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। ছোট, মাঝারি ও বড় আকৃতির ঘোড়া ক্যাটাগরিতে কয়েক রাউন্ড দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টাঙাইলের আবুল হাশিমের ঘোড়া প্রথম হয়। দ্বিতীয় স্থান অর্জন করে সিলেট হবিগঞ্জের বঙ্গবীরের ঘোড়া ও তৃতীয় হয় কটিয়াদী বনগ্রামের শাহাব উদ্দিনের ঘোড়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড় দৌড় প্রতিযোগিতা উপভোগ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। আয়োজক কমিটির সভাপতি মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য মো. হাদিউল ইসলাম, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম আকন্দ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম জিহাদী ও ইউপি সদস্য হাবিবুর রহমান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status