শিক্ষাঙ্গন

মাদক নির্মূলে শিক্ষার্থীদের ভুমিকা রাখতে হবে-প্রেসিডেন্ট

কুবি প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৯:১৬ পূর্বাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রেসিডেন্ট আবদুল হামিদ বলেন, ‘সর্বনাশা মাদক ইয়াবা বাংলাদেশের সবখানে সয়লাব। হিরোইন, কুকে, গাঁজা,চোরাই মদ,জাওয়া,পাটা,তারি,দেশি ও বিদেশি মদ,পেন্সিডিল ও ইয়াবাসহ প্রায় ২০-২৫ টিরও বেশি মাদক দ্রব্য বাংলাদেশে প্রায় জায়গায় ছড়িয়ে-ছিড়িয়ে রয়েছে।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও এসব মাদক চলে। মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনে ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ ভুমিকা যেমন ছিল, বাংলাদেশে মাদক নির্মূলেও তেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে এই ছাত্র সমাজকে। না হয় জাতি ধ্বংস হয়ে যাবে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় সমাবর্তন বক্তার বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষা উপমন্ত্রী ও এম. পি মুহিবুল  হাসান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

সমাবর্তন বক্তার বক্তব্যে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান না থাকলে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা যাবেনা। তাই বিজ্ঞানে যে জ্ঞান দরকার তা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

প্রেসিডেন্ট  তার ভাষণে আরও বলেন, ‘নিরন্তর গবেষণার মধ্য দিয়ে একদিকে যেমন সৃষ্টি করতে হয় নবতর জ্ঞানের, তেমনি বহুমুখী সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মননে জাগ্রত হয় মানবিক মূল্যবোধ। তাই লক্ষ রাখতে হবে,  মানবিক মূল্যবোধ বিকাশে আমরা যেন বিশেষভাবে সচেতন থাকি।  প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আধুনিক ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষক জাতির প্রথপ্রদর্শক। তাই,একজন শিক্ষককে হতে হবে আদর্শ ও ন্যায়নীতির প্রতীক। তিনি গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেন, তোমরা উচ্চতর মানবসম্পদ। একজন গ্রাজুয়েট হিসেবে সব সময় সত্য ও ন্যায়কে সমুন্নত রাখবে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে।  বিবেকের কাছে কখনো পরাজিত হবে না।’

বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির স্বর্ণপদক দেয়া হয় ১৪ জন শিক্ষার্থীকে। বিশ্ববিদ্যালয়ের আচাের্যর ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন করা হয়, সেখানে নগর বউল জেমস গান পরিবেশন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status