শেষের পাতা

ঢাকাকে মাদকমুক্ত শহর গড়ে তোলার অঙ্গীকার আতিকের

স্টাফ রিপোর্টার

২৮ জানুয়ারি ২০২০, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে ঢাকাকে মাদকমুক্ত শহর হিসেবে গড়ে তুলবো। আপনাদের সবাইকে নিয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। মাদকের বিরুদ্ধে আন্দোলন করবো। সোমবার রাজধানীর উত্তরায় মাসকট প্লাজা থেকে গণসংযোগ শুরুকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, ‘আমি যদি আপনাদের  ভোটে নির্বাচিত হই, তাহলে আমি কথা দিতে চাই প্রতিটি ওয়ার্ডে প্রতি মাসে ওই এলাকার জনগণের সামনে মেয়র ও কাউন্সিলররা উপস্থিত হবেন। অর্থাৎ জনগণের মুখোমুখি হয়ে তাদের কথা শুনব, অভিযোগ জানব, তাদের প্রশ্নের উত্তর দেবো।

যার মাধ্যমে সিটি করপোরেশন, মেয়র ও কাউন্সিলররা জবাবদিহির আওতায় আসবে। এসময় নেতাকর্মীদের উদেশ্যে তিনি বলেন, আর মাত্র দুই দিন আমরা প্রচারণা চালাতে পারব। আর এক মুহূর্ত ঘরে বসে না থেকে সময় নষ্ট না করে, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে গিয়ে ভোটের ক্যাম্পেইনকে আরও শক্তিশালী করুন। বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেইন করুন, ভোটারদের নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা করন। ভোট কেন্দ্রে যত বেশি ভোটার আসবে, আওয়ামী লীগ তত বেশি ভোটে জয় লাভ করবে। জনগণের কাছে আপনাদের যেতে হবে, উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। আর এমন গণসংযোগের সময় আপনাদের জনগণের ভোগান্তি যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status