বাংলারজমিন

‘নারীরা নিরাপদ নেই, তরুণরা চাকরি পায় না’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৯:১৫ পূর্বাহ্ন

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে। কিন্ত তবুও নারীরা নিরাপদ নেই, তরুণরা চাকরি পায় না, শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না। এক অনিশ্চিতায় আমাদের জীবন। এই অনিশ্চতা থেকে মুক্তি পেতে আমাদের সকলকে জাসদের সুশাসনের দাবি চলমান আন্দোলন বেগবান রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশে কয়েক ধারার রাজনীতি হয়। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলে। কিন্তু রাষ্ট্রের চার নীতি সমাজতন্ত্র নিয়ে তারা কথা বলে না। আওয়ামী লীগ বড় দল হলেও তারা সমাজতন্ত্র নিয়ে মাথা ঘামায় না। কিন্ত জাসদ মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, ঐক্যের এবং সমাজতন্ত্র নিয়ে কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ এককভাবে স্বয়ংসম্পূর্ণ নয়, তাই জাসদের প্রয়োজন রয়েছে। তাই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করাসহ জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাস দূর করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে জাসদ ঐক্যের ঝাণ্ডা নিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল বিকাল ৩টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে কক্সবাজার জেলা জাসদের সংগ্রামী সভাপতি জননেতা নইমুল হক চৌধুরী টুটুল এর সভাপতিত্বে জেলা জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্ব উদ্বোধনী অনুষ্ঠান জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু জাতীয় পতাকা উত্তোলনও বেলুন-কবুতর উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলন শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। জাসদ কক্সবাজার জেলার ত্রি-বার্ষিক সম্মেলনে আরো বক্তব্য রাখেন- জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন- শহর জাসদ সভাপতি মো. হোসাইন মাসু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status