দেশ বিদেশ

সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলা সাক্ষীকেও বৈরী ঘোষণা রাষ্ট্রপক্ষের

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২৭ জানুয়ারি ২০২০, সোমবার, ৯:১১ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ায় ৪ সন্তানের জননীকে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নেতৃত্বে ১৬ জনের হাতে গণধর্ষণ মামলার দশম সাক্ষী সাদ্দাম হোসেনকে বৈরী ঘোষণা করেছে রাষ্ট্রপক্ষ। আসামিদের নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের ত্রাস ও দস্যু বাহিনীর সদস্য অবহিত করেছে বাদীপক্ষের আইনজীবী। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সহকারী পরিচালক প্রসিকিউটর ছালে আহমদ সোহেল খান মানবজমিনকে জানান, ১২ই জানুয়ারি মুলতবি ঘোষিত দশম সাক্ষীকে গতকাল জেরা করার সময় সাক্ষী ১৬১ ধারায় তদন্তকারী ডিবি পুলিশের পরিদর্শক জাকির হোসেনকে দেয়া জবানবন্দিতে বলেছিল- আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের নির্দেশে সোহেল-১, সোহেল-২, স্বপন, সালাউদ্দিন, হেঞ্জু, ভুলু ভিকটিমকে ঘর থেকে বের করে নিয়ে পুকুর পাড়ে উপর্যুপরি ধর্ষণ করেছে। কিন্তু আদালতে তা অস্বীকার করায় রাষ্ট্রপক্ষ তাকে বৈরী ঘোষণা করেন। গতকাল প্রধান আসামি রুহুল আমিন ও হাসান আলী বুলুর জামিন প্রার্থনার বিরোধিতা করে বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন আদালতকে জানান, এজলাসে থাকা আসামিরা নোয়াখালীর দক্ষিণ অঞ্চলের ত্রাস ও দস্যু বাহিনীর সদস্য। এরা জামিনে গেলে ভিকটিম, মামলার বাদী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হবে। উল্লেখ্য যে, বিগত জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষে ভোট দেয়ায় সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের নির্দেশে ও নেতৃত্বে একদল সন্ত্রাসী ভোটের দিনগত মধ্য রাতে তার বাড়িতে শ্যালো মেশিন চালিয়ে ও স্বামী সন্তানদের বেঁধে রেখে ৪ সন্তানের জননী (৩৮)কে অস্ত্রের মুখে ঘরের বাইরে পুকুর পাড়ে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে এবং মারধর করার পর মারা গেছে মনে করে ফেলে যায়। পরে এলাকাবাসী ভিকটিমকে সদর হাসপাতালে ভর্তি করে। বহুল আলোচিত ঘটনায় ৩১ তারিখে দৈনিক মানবজমিনে এ গণধর্ষণের সংবাদ প্রকাশিত হলে টক অব দ্যা কান্ট্রিতে রূপান্তর হলে শুরু হয় পুলিশ বিভাগের দৌড়ঝাঁপ। তোপের মুখে পড়ে মামলা নিতে বাধ্য হয় চরজব্বর থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা নিতে গড়িমসি করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তৎকালীন চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিনকে প্রত্যাহার করা হয়। তারপরও থানা পুলিশের তদন্তে গাফলতি পেয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম’র নির্দেশে মামলা ডিবিতে স্থানান্তরিত হয়। ডিবি পুলিশ দীর্ঘ তদন্তের পর পুলিশ পরিদর্শক জাকির হোসেন ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ আসামি এখনো ধরা পড়েনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status