শেষের পাতা

৩০ বছরের পরিকল্পনা তাপসের

স্টাফ রিপোর্টার

২৬ জানুয়ারি ২০২০, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

৩০ বছরের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা হাতে নিয়ে ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী  ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, আমরা নগরের সব আধুনিক সেবা ও সুবিধা নিশ্চিত করতে চাই। সেজন্য আমরা ৩০ বছরের দীর্ঘ মেয়াদি মহাপরিকল্পনা হাতে নেব। ঢাকাবাসীর উন্নয়নের লক্ষ্যে আমরা একটি নবযাত্রার সূচনা করতে চাই। শ?নিবার রাজধানীর বাবু বাজার এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তাপস আরও বলেন, ঢাকাকে নিয়ে আমাদের স্বপ্ন ও রূপরেখা নির্বাচনের ইশ?তিহারে বিস্তারিত বলা হবে। আমরা আশা করছি, উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে আগামী ২৮ বা ২৯শে জানুয়ারি ঢাকাবাসীর উন্নয়নের উদ্দেশ্যে আমাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে পারবো। আমি মনে করি আগামী পহেলা ফেব্রুয়ারি সিটি করেপোরেশনের নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন।

আমি বিশ্বাস করি ঢাকাবাসী উন্নত ঢাকার জন্য নৌকা মার্কার পক্ষে রায় দিয়ে তাদের সেবক হিসেবে নির্বাচিত করবেন। তিনি বলেন, উন্নয়নের রূপরেখা নেই বলেই বিএনপির প্রার্থীরা অভিযোগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আওয়ামী লীগের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং উন্নয়নের রূপরেখা তুলে ধরছেন। আমাদের অন্য কোনো দিকে খেয়াল রাখার সময় নেই। আামদের পাঁচটি রূপরেখা-আমাদের ঐতিহ্যের ঢাকা, আমাদের সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা, আমাদের সচল ঢাকা এবং উন্নত ঢাকা। আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, আমি আশা করছি আগামী ১লা ফেব্রুয়ারি ঢাকাবাসী আমাদেরকে ঢাকার উন্নয়নের লক্ষ্যে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তারা তাদের ভোট দিয়ে তাদের সেবককে বেছে নিবেন। আমরা নেতাকর্মীসহ ঢাকাবাসীর দ্বারে দ্বারে যাচ্ছি, অথচ আমাদের প্রতিদ্বন্দ্বি প্রার্থী শুধু অভিযোগ নিয়ে ব্যস্ত।

ঢাকাবাসীর উন্নয়নের জন্য তাদের কোনো রূপরেখা নেই, ঢাকাবাসীর জীবনযাত্রার উন্নয়নে কোনো কার্যক্রম নেই। তারা জাতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত রয়েছেন। আমরা আমাদের গণসংযোগ, প্রচারণা এবং ঢাকাবাসীর উন্নয়নে ব্যস্ত রয়েছি। পুরান ঢাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় পুরান ঢাকাকে যেমন উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলবো, তেমনি আমরা ঐতিহ্যকে সংরক্ষণ করে, সেই ঐতিহ্যকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরবো। তাপস বলেন, অন্যান্য প্রার্থীরা বিভিন্ন অভিযোগ করছেন তবে ঢাকাবাসীর কোনো অভিযোগ নেই। যারা অভিযোগ করছেন তাদের ঢাকাবাসীর উন্নয়নের জন্য কোনো রূপরেখা নেই। তারা বিভিন্নভাবে এ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আর আমরা গণসংযোগে লিপ্ত রয়েছি। আমরা ঢাকাবাসীর কাছে আমাদের বার্তা পৌঁছে দিচ্ছি তা ঢাকাবা?সী সাদরে গ্রহণ করছে।

সকাল থেকে বাবুবাজার ব্রিজ এলাকায় জড়ো হয় বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, যুব ম?হিলা লীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা মিছিল ও নানা স্লোগানে মুখর করে তুলেন আশপাশের এলাকা। পরে নেতাকর্মীদের নিয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপ?স্থিত হ?লে তার হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এরপর দলের নেতা-কর্মীদের নিয়ে তাপস কোতোয়ালি থানাধীন ৩২ নং ওয়ার্ড থেকে ৩৫, ৩৬, ৩৭ নং ওয়ার্ডের সদরঘাট, তাঁতীবাজার, শাঁখারী বাজার, বংশাল এলাকাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারণা চালান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status