খেলা

সাকিবকে ছাড়িয়ে তামিম

স্পোর্টস ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৩:৫৮ পূর্বাহ্ন

হারিস রউফের বলে কাভার দিয়ে বাউন্ডারি হাঁকালেন তামিম ইকবাল। তাতেই রেকর্ড বুকে নিজের নাম তুললেন দেশসেরা ওপেনার। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক এখন এই বাঁ-হাতি ওপেনারের। নিষেধাজ্ঞায় ক্রিকেটের বাইরে থাকা সাকিবকে টপকাতে তামিমের প্রয়োজন ছিলো ১২ রান।

টি-টোয়েন্টিতে ৭৬ ইনিংসে সাকিব করেছেন ১ হাজার ৫৬৭ রান। সাকিবকে টপকে যেতে তামিমের লাগলো ৭২ ইনিংস।
এর আগে টসে জিতে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তামিম ইকবাল ও নাঈম শেখ। তামিম (৩৩ বলে ৩৮) রান আউটের শিকার হয়ে ফিরলে ভাঙে ৭১ রানের ওপেনিং জুটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান। নাঈম শেখ ৩৯ বলে ৪২ রানে ও লিটন দাস ১১ বলে ১১ রানে অপরাজিত আছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status