অনলাইন

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ ৩ ধাপ এগোলেও বাড়েনি স্কোর

অর্থনৈতিক রিপোর্টার

২৩ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১২:৫৭ অপরাহ্ন

বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বলছে, ২০১৯ সালে দুর্নীতির ধারণা সূচকে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আর দুর্নীতির সর্বনিম্ন দিক থেকে ১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে সূচকের স্কেলে কোন পরিবর্তন হয়নি।

আজ রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ২০১৯ সালে দুর্নীতির সূচকে বাংলাদেশের ফলাফল ১৮০টি দেশের মধ্যে ১৪৬তম অবস্থানে। অথচ ২০১৮ সালে বাংলাদেশের অবস্থান ছিলো ১৪৯তম।

এবারও বাংলাদেশের স্কোর ১০০’র মধ্যে ২৬। যেখানে গত বছরও একই অবস্থানে ছিলো বাংলাদেশ। অর্থাৎ ২০১৮ সালের তুলনায় স্কোরে কোন পরিবর্তন হয়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status