খেলা

পিএসজিকে ট্রেবল জেতাতে চান এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:৪৬ পূর্বাহ্ন

সময়ের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের ২১ বছর বয়সী এই স্ট্রাইকার খেলেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। ২০১৮ বিশ্বকাপ জয়ী এমবাপ্পেকে অনেক দিন ধরেই নজরে রাখছে রিয়াল মাদ্রিদ। তাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। তবে এমবাপ্পেকে ছাড়তে রাজি নয় পিএসজি। আর এমবাপ্পেও প্যারিসে সুখী। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পিএসজি’র হয়ে ট্রেবল জিততে চান। ফ্রান্সকে জেতাতে চান ২০২০ ইউরো আর টোকিও অলিম্পিক সোনা। এছাড়া রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন ও চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের আধিপত্য নিয়েও কথা বলেছেন এমবাপ্পে।
ট্রেবল, ইউরো ও অলিম্পিক সোনা জয়ের লক্ষ্য
২০২০-এ আপনি কী কী চান? বিবিসি’র এমন প্রশ্নে এমবাপ্পে বলেন, ‘উয়েফা চ্যাম্পিয়ন্স লীগসহ একটা ট্রেবল, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও অলিম্পিক সোনা। এসব হলে খারাপ হয় না! যদিও এই মুহূর্তে এগুলো পাওয়া সম্ভব নয়। তবে আমি আমার স্বপ্নপূরণ করতে নামছি। পিএসজিকে প্রথম ইউরোপিয়ান কাপ ও ফ্রান্সকে আরেকটি বড় শিরোপা জেতানোটা হবে গর্বের ব্যাপার।’
রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন
২০১৭-১৮ মৌসুমে ধারে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। এরপর তাকে ১৬৫.৭ মিলিয়ন পাউন্ডে কিনে নেয় ক্লাবটি। এখন পর্যন্ত সব প্রতিযোগিতায় পিএসজির হয়ে ১০৯ ম্যাচে ৮১ গোল করেছেন এমবাপ্পে। পিএসজিকে ২০১৮ ও ২০১৯ সালে জিতিয়েছেন লীগ ওয়ানের ট্রফি। চলতি মৌসুমে ১৪ ম্যাচে করেছেন ১৩ গোল। পিএসজি শিরোপা দৌড়ে এগিয়ে আছে। এমবাপ্পেকে এই ক্লাবে স্থায়ী হবেন কি না প্রশ্ন আছে। কারণ এমবাপ্পে নিজেই জানিয়েছেন, রিয়ালের জার্সিতে খেলার স্বপ্ন তার ছোট থেকেই। তবে আপাতত তার সব মনোযোগ পিএসজিতে। এমবাপ্পে বলেন, ‘সবাই এটা নিয়ে কথা বলে। কৈশোরে আমিও বলতাম। কিন্তু এখন আমি পরিণত ফুটবলার। এই মুহূর্তে এসব নিয়ে কথা বলা অনুচিত। আমি যদি আপনার প্রশ্নের উত্তর দেই, সবাই এসব এটা নিয়ে মেতে উঠবে। যা পিএসজির জন্য মঙ্গলজনক নয়। এখন আমি এই ক্লাবে আছি। আমি তাদের চলতি মৌসুমে তাদের অনেকগুলো ট্রফি জেতাতে চাই। আমি ক্লাবের কথা ভাবছি। এই ক্লাব আমার জন্য অনেক করেছে। ১৮ বছর বয়সে আমি এখানে এসেছিলাম। আমি টেলেন্ট ছিলাম, কিন্তু সুপারস্টার না। এখন আমি সুপারস্টার। পিএসজি ও ফ্রান্স জাতীয় দলকে ধন্যবাদ। মৌসুম শেষ হোক, তখন দেখা যাবে আমি কোথায় থাকি।’
লিভারপুল যেন ‘মেশিন’
চলতি মৌসুমে প্রিমিয়ার লীগে ধরাছোঁয়ার বাইরে লিভারপুল। ২২ ম্যাচেই তাদের সংগ্রহ ৬৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে আছে অলরেডরা। সবাই বলছে, দীর্ঘ ৩০ বছরের শিরোপা-খরা এবার ঘুচাবেই ইয়ুর্গেন ক্লপের দল। সবশেষ ১৯৯০ সালে লীগ জিতেছিল লিভারপুল। এমবাপ্পে বলেন, ‘লিভারপুল যা করছে অসাধারণ! ওরা মেশিনের মতো। কোনো ম্যাচ হারেনি। বাইরে থেকে দেখলে অনেক কিছুই সহজ মনে হয়। আসলে কোনো কিছুই সহজ নয়। লিভারপুলের ফুটবলাররা প্রতি তিন দিনে একটি করে ম্যাচ খেলছে এবং জিতছে। তারা জিতছে, তারা জিতেই চলেছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status