বাংলারজমিন

ভাষা সৈনিক মুহম্মদ আবু সিদ্দিক আর নেই

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

২২ জানুয়ারি ২০২০, বুধবার, ৮:০১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব ভাষা সৈনিক মুহম্মদ আবু সিদ্দিক (৯০) আর নেই। মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁও এর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত তাঁর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কিশোরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে রাখা হবে। পরে বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদে তার প্রথম জানাজা, বাদ আসর করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা এবং পরে জঙ্গলবাড়ি কলেজ মাঠে তৃতীয় ও শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক সিদ্ধান্তের ভিত্তিতে স্থান নির্ধারণ করে মরদেহ দাফন করা হবে। ১৯৫২ সালে কিশোরগঞ্জে ভাষা আন্দোলন সংগঠিত করার জন্যে যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাদের অন্যতম ছিলেন ছাত্রনেতা মুহম্মদ আবু সিদ্দিক। ১৮ই ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে তার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছিল। কিশোরগঞ্জ মহকুমা সর্বদলীয় সংগ্রাম পরিষদের ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status