অনলাইন

ব্যাংক থেকে ১৩ লাখ টাকা উধাও, এক নারীকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

হঠাৎ ব্যাংকে টাকা তুলতে গিয়ে  প্রবাসী সাইফুল ইসলাম জানতে পারেন একাউন্ট থেকে ১৩ লাখ টাকা উধাও। এই টাকা গায়েব হওয়ার ঘটনায় একজন নারীকে খুঁজছে পুলিশ। সাউথইস্ট ব্যাংকের বুথ থেকে টাকা তোলার সময় ধারণ করা ওই নারীর ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেইসঙ্গে ওই নারীর সন্ধানদাতাকে এক লাখ টাকা পুরস্কার দিবেন বলে ঘোষণা করেছেন ওই ১৩ লাখ  টাকার মালিক দুবাই প্রবাসী সাইফুল ইসলাম।
এ বিষয়ে গত বছরের ৯ই নভেম্বর রমনা থানায় একটি সাধারণ ডায়রি করেন সাইফুল ইসলাম। এতে উল্লেখ করা হয়, সাউথইস্ট ব্যাংকে তার হিসাবে থাকা ১৩ লাখ টাকা গায়েব হয়ে গেছে। তার এটিএম কার্ডটিও পাওয়া যাচ্ছে না। সেই কার্ডেই  পিন কোড লিখে রেখেছিলেন তিনি।
গত বছর মাঝামাঝি সময়ে ঢাকায় আসেন সাইফুল ইসলাম। কিছুদিন থেকে আবার দুবাই চলে যান সাইফুল। নভেম্বর মাসে ফের ঢাকায় এসে সাউথইস্ট ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে দেখেন একাউন্টে টাকা নেই। ওই ব্যাংকের ডেবিট কার্ডও আর তিনি খুঁজে পাননি। অনেকগুলো কার্ড থাকায় কার্ডেই পিন কোড লিখে রেখেছিলেন তিনি।
রমনা থানায় সাধারণ ডায়রি করার পর তদন্ত শুরু করে মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্তে প্রকাশ পায়, ২০১৯ সালের ৭ই জুলাই থেকে ১৮ই আগস্টের মধ্যে বিভিন্ন সময়ে ঢাকায় ওই ব্যাংকের ছয়টি বুথ থেকে সাইফুল ইসলামের একাউন্ট থেকে টাকা তুলেছেন এক নারী।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অতিরিক্ত উপ-কমিশনার আশরাফউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, ব্যাংক স্টেটমেন্টে সাইফুলের অ্যাকাউন্ট থেকে যে সময় টাকা তোলা হয়েছে, ছয়টি বুথের সিসি ক্যামেরার ভিডিও যাচাই করে দেখা গেছে ওই সময়গুলোতে একজন নারীই টাকা তুলেছেন।
পুলিশ কর্মকর্তা আশরাফউল্লাহ বলেন, সাইফুলের বেশ কয়েকটি ব্যাংকের কার্ড রয়েছে। গত বছর মাঝামাঝি যখন ঢাকায় আসেন তখন তার সাউথইস্ট ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন না হওয়ায় কার্ডের ব্যাপারে খুব নজর ছিল না। নভেম্বরের প্রথম দিকে ঢাকায় এসে ওই ব্যাংক থেকে টাকা তোলার প্রয়োজন হয় সাইফুলের। কিন্তু মানিব্যাগ হাতড়ে দেখেন, অনান্য ব্যাংকের কার্ড থাকলেও সেখানে সাউথ ইস্ট ব্যাংকের কার্ডটি নেই। ব্যাংকে গিয়ে দেখেন একাউন্টে থাকা ১৩ লাখ টাকাও গায়েব।  পরে ব্যাংকের পরামর্শেই তিনি মামলা করেন।
ভিডিও ফুটেজে পাওয়া নারীর ছবি দেখে সাইফুল  জানিয়েছেন তিনি তাকে চিনেন না। সাইফুলের ধারণা, কাছের কেউ মানিব্যাগ থেকে কার্ডটি চুরি করে ওই নারীকে দিয়ে টাকা তুলিয়ে নিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status