অনলাইন

সিটি নির্বাচনের কারণে পেছানো হলো বইমেলা

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৭:২৯ পূর্বাহ্ন

ঢাকার দুই সিটি’র নির্বাচন একদিন পেছানোর কারণে এবারের অমর একুশে গ্রন্থমেলাও পেছানো হয়েছে। প্রতিবছর ১লা ফেব্রুয়ারি গ্রন্থমেলা শুরু হলেও এবার তা হচ্ছে না। ওইদিন ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কারণে পরদিন ২রা ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা শুরু হবে।


রোববার বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনের কারণে ১লা ফেব্রুয়ারির পরিবর্তে ২রা ফেব্রুয়ারি বিকাল ৩টায় মেলার উদ্বোধন করা হবে। অন্যান্য বারের মতোই এবারও মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও তৎসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর মাসব্যাপি বইমেলা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই মেলায় বিপুল নতুন বই প্রকাশিত হয়। পাশাপাশি লেখক, সাহিত্যিক, পাঠক ও প্রকাশকদের মিলনমেলায় পরিণত হয় এই অমর একুশে গ্রন্থমেলাটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status