অনলাইন

সিটি নির্বাচনে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৫:১৩ পূর্বাহ্ন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটকেন্দ্রের চূাড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তালিকা অনুযায়ী, দুই সিটিতে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৪৬৮টি।

দুই সিটির মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে নির্বাচনের জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি সাত এর উপ-বিধি দুই অনুসারে ঢাকা দুই সিটির চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাধারণ ওয়ার্ড ৫৪টি, সংরক্ষিত ওয়ার্ড ১৮টি, ভোটকেন্দ্রের সংখ্যা এক হাজার ৩১৮, ভোটকক্ষ সাত হাজার ৮৪৬টি। এতে অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা না থাকলেও ৭৫৪টি অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা উল্লেখ রয়েছে ।

এই সিটিতে মোট ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ জন এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়ার্ড ৭৫টি, সংরক্ষিত ওয়ার্ড ২৫টি, ভোটকেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৫০, ভোট কক্ষ ৬ হাজার ৫৮৮টি। অস্থায়ী ভোটকেন্দ্রের সংখ্যা উল্লেখ নেই, তবে অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা রয়েছে ৮৭৬। এই সিটিতে মোট ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪ জন। তার মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ জন এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status