খেলা

‘ভালভার্দের মতো পরিস্থিতি হতে পারে আমারও’

স্পোর্টস ডেস্ক

১৯ জানুয়ারি ২০২০, রবিবার, ৮:৫২ পূর্বাহ্ন

ভালভার্দের মতো পরিস্থিতি হতে পারে আমারও- এফসি বার্সেলোনার বরখাস্ত কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে এমন মন্তব্যটা জিনেদিন জিদানের। স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর কোচ আরনেস্তো ভালভার্দেকে সরিয়ে দেয় বার্সেলোনা কর্তৃপক্ষ। বার্সেলোনার দায়িত্ব পেয়েছেন অপর স্প্যানিয়ার্ড কোচ কিকে সেতিয়েন। ঘরোয়া ফুটবলে বেশ সফল হলেও বার্সেলোনাকে ইউরোপের মঞ্চে সাফল্য এনে দিতে পারেননি ৫৫ বছর বয়সী ভালভার্দে। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের গত দুই আসরে নকআউট পর্বে প্রথম লেগে বড় জয়ের পরও ফিরতি লেগে প্রতিপক্ষের মাঠে হেরে ছিটকে যায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর সঙ্গে যোগ হয় চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় প্রতিপক্ষের মাঠে বার্সার বাজে পারফরম্যান্স। লা লিগায় গতকাল সেভিয়ার মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান বলেন,  ‘এটা কোনো ভালো অবস্থা নয়। তিনি (ভালভার্দে) দেখিয়েছেন যে তিনি সত্যিই ভালো একজন কোচ। আমি তাকে শ্রদ্ধা করি। বড় ক্লাবে পরিস্থিতি কী হয়, সব কোচই জানে।’
আমি জানি, যদি আমরা দুটো ম্যাচ হারি তাহলে দেড় মাস আগে তারা যেভাবে সমালোচনা করেছিল, সেভাবেই আমার সমালোচনা করবে। সবসময় আমরা তো ভালো খেলতে পারবো না।’ লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনা নতুন কোচের অধীনেও আগের মতো লড়াকু দল থাকবে বলে মনে করেন জিদান। রিয়াল কোচ বলেন, বরাবরের মতোই বার্সেলোনা প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা তাদের কাজটা করবে। আর আমরা আমাদেরটা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status