প্রথম পাতা

তাবিথের পোস্টার আমি লাগিয়ে দেব

স্টাফ রিপোর্টার

১৭ জানুয়ারি ২০২০, শুক্রবার, ৯:৩২ পূর্বাহ্ন

প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাবিথ আউয়ালের অভিযোগ খণ্ডন করে ঢাকা উত্তর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, তার অভিযোগ সত্য নয়। প্রয়োজন হলে আমি তাবিথের পোস্টার লাগিয়ে দেবো। গতকাল মিরপুর-১২ নম্বরের আলুবদী ঈদগাহ ময়দান থেকে সপ্তম দিনের গণসংযোগের শুরুতে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, আমি কথা দিতে চাই, আগামী ছয় মাসের মধ্যে আলোকিত ঢাকা হবে এলইডি বাতির মাধ্যমে। যেই ঢাকা স্থবির হয়ে আছে, সেই ঢাকাকে সচল করতেই হবে। এর কোনো বিকল্প নেই। জলাবদ্ধতা নিরসন করতে হবে। গত নয় মাসে আমরা চিহ্নিত করেছি। আপনারা যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আগামী পাঁচ বছরে সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। স্তব্ধ ঢাকাকে সচল ঢাকা দেখতে হলে নৌকার বিজয়ের বিকল্প নেই। আমি গত ৯ মাসে যে কাজ করেছি তার চেয়ে বেশি কাজ করে আপনাদের সচল, সবুজায়ন, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ঢাকা উপহার দেবো। তিনি আরও বলেন, আগামী ৩০শে জানুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হলে পরিকল্পিত নগরী গড়তে চেষ্টা করবো। ১৮টি নতুন ওয়ার্ড সাজাতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী পরিকল্পিত ওয়ার্ড হিসেবে  সেগুলো দৃশ্যমান হবে। সরস্বতী পূজা উপলক্ষে নির্বাচন পেছানোর যে দাবি উঠেছে এ প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, যদি নির্বাচন কমিশনের সুযোগ থাকে তাহলে অবশ্যই নির্বাচন পেছানোর দাবি জানাই। পরে আতিকুল ইস্টার্ন হাউজিং, দুয়ারিপাড়া, মিরপুর-১২সহ আশপাশের এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এসবং তার নেতাকর্মীরা নৌকার পক্ষে স্লোগান দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status